পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৬১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
২৪৬

আমি ভেবেছিলেম তোমায় ল’য়ে যাবে আমার জীবন ব’য়ে
দুঃখ তাপের পরশটুকু জান্‌বো না—
তাই সুখের কোণে ছিলেম প’ড়ে আন্‌মনা।
আজ হঠাৎ ভীষণ বেশে
তুমি দাঁড়াও যদি এসে,
তোমার মত্ত চরণ ভরে
আমার যত্নে-গড়া শয়নখানি ধুলায় ভেঙে পড়ে
আমি  তাই ব’লে তো কপালে কর হান্‌বো না।
তুমি যেমন ক’রে চেনাতে চাও তেম্‌নি ক’রে চিনিয়ে যাও
যে-দুঃখ দাও দুঃখ তা’রে জান্‌বো না।

তবে এসো হে মোর সুদুঃসহ ছিন্ন ক’রে জীবন লহ
বাজিয়ে তোলো ঝঞ্ঝা-ঝড়ের ঝঞ্ঝনা,
আমায় দুঃখ হ’তে ক’রো না আর বঞ্চনা।
আমার বুকের পাঁজর টুটে
উঠুক পূজার পদ্ম ফুটে;
যেন প্রলয়-বায়ু-বেগে
আমার মর্ম্মকোষের গন্ধ ছুটে বিশ্ব উঠে জেগে।
ওরে আয় রে ব্যথা সকল-বাধা-ভঞ্জনা।
আজ আঁধারে ঐ শূন্য ব্যেপে কণ্ঠ আমার ফিরুক কেঁপে,
জাগিয়ে তোলো ঝঞ্ঝা-ঝড়ের ঝঞ্ঝনা।


(প্র-শ্রাবণ, ১৩১৪)