পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৬৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৫৩
সুপ্রভাত

অতিথি তা’রা যে আমাদের ঘরে,
করিছে নৃত্য প্রাঙ্গণ -পরে,
খোলো খোলো দ্বার, ওগো গৃহস্থ,
থেকো না থেকো না লুকায়ে,—
যার যাহা আছে আনো বহি আনো,
সব দিতে হবে চুকায়ে।
ঘুমায়ো না আর কেহ রে।
হৃদয়পিণ্ড ছিন্ন করিয়া
ভাণ্ড ভরিয়া দেহ রে।
ওরে দীন প্রাণ, কী মোহের লাগি’
রেখেছিস মিছে স্নেহ রে।

উদয়ের পথে শুনি কার বাণী,
“ভয় নাই, ওরে ভয় নাই।
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই, তা’র ক্ষয় নাই।”
হে রুদ্র, তব সঙ্গীত আমি
কেমনে গাহিব কহি’ দাও স্বামী,
মরণ-নৃত্যে ছন্দ মিলায়ে
হৃদয়-ডমরু বাজাবো।
ভীষণ দুঃখে ডালি ভ’রে ল’য়ে
তোমার অর্ঘ্য সাজাবো।