পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
৩৮

বাতাসে পুলকি’ আলোকে আকুলি’
আন্দোলি’ উঠে মঞ্জরী গুলি,
নবীন প্রাণের হিল্লোল তুলি’
প্রাচীন তোমার গেহে।

সুন্দর এসে ঐ হেসে হেসে
ভরি’ দিলো তব শূন্যতা,
জীর্ণ হে তুমি দীর্ণ দেবতালয়।

ভিত্তি রন্ধ্রে বাজে আনন্দে
ঢাকি’ দিয়া তব ক্ষুণ্ণতা
রূপের শঙ্খে অসংখ্য জয় জয়।

(৩)



সেবার প্রহরে নাই আসিল রে
যত সন্ন্যাসী সজ্জনে,
জীর্ণ হে তুমি দীর্ণ দেবতালয়,

নাই মুখরিল পার্ব্বণ-ক্ষণ
ঘন জনতার গর্জ্জনে,
অতিথি-ভোগের না রহিল সঞ্চয়।