এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৪৫
উৎসবের দিন
আম্রের মুকুল-গন্ধে ব্যাকুল কী সুর
অরণ্য-ছায়ার হিয়া করিছে বিধুর;
অশ্রুর অশ্রুত-ধ্বনি ফাল্গুনের মর্ম্মে করে বাস,
দূর বিরহের দীর্ঘশ্বাস।
দিগন্তের স্বর্ণদ্বারে কতবার বারে বারে
এসেছিলো সৌভাগ্য-লগন।
আশার লাবণ্যেভরা জেগেছিলো বসুন্ধরা,
হেসেছিলো প্রভাত-গগন।
কত না উৎসুক-বুকে পথ-পানে ধাওয়া,
কত না চকিতচক্ষে প্রতীক্ষার চাওয়া
বারেবারে বসন্তেরে ক’রেছিলো চাঞ্চল্যে-মগন,
এসেছিলো সৌভাগ্য-লগন।
আজ উৎসবের সুরে তা’রা মরে ঘুরে ঘুরে,
বাতাসেরে করে যে উদাস।
তা’দের পরশ পায়, কী মায়াতে ভ’রে যায়
প্রভাতের স্নিগ্ধ অবকাশ।
তা’দের চমক লাগে চম্পক-শাখায়,
কাঁপে তা’রা মৌমাছির গুঞ্জিত পাখায়,
সেতারের তারে তারে মূর্চ্ছনায় তা’দের আভাস
বাতাসেরে করিল উদাস।