পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৫৩
লীলা-সঙ্গিনী

আবার সাজাতে হবে আভরণে
মানস প্রতিমাগুলি?
কল্পনা-পটে নেশার বরণে
বুলাবো রসের তুলি?
বিবাগী মনের ভাবনা ফাগুন-প্রাতে
উড়ে চ’লে যাবে উৎসুক বেদনাতে,
কল-গুঞ্জিত মৌমাছিদের সাথে
পাখায় পুষ্পধূলি।
আবার নিভৃতে হবে কি রচিতে
মানস প্রতিমাগুলি?

দেখো না কি, হায়, বেলা চ’লে যায়—
সারা হ’য়ে এলো দিন।
বাজে পূরবীর ছন্দে রবির
শেষ রাগিণীর বীণ।
এত দিন হেথা ছিনু আমি পরবাসী,
হারিয়ে ফেলেছি সেদিনের সেই বাঁশি,
আজ সন্ধ্যায় প্রাণ ওঠে নিঃশ্বাসি’
গানহারা উদাসীন।
কেন অবেলায় ডেকেছে খেলায়,
সারা হ’য়ে এলো দিন।