এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
৬০
শোনো শোনো, ওগো বকুল-বনের পাখী,
কাছে এসেছিনু ভুলিতে পারিবে তা কি?
নগ্ন পরাণ ল’য়ে আমি কোন সুখে
সারা আকাশের ছিনু যেন বুকে বুকে,
বেলা চ’লে যেতো অবিরত কৌতুকে
সব কাজে দিয়ে ফাঁকি।
শ্যামলা ধরার নাড়ীতে যে তাল বাজে
নাচিত আমার অধীর মনের মাঝে।
শোনো শোনো, ওগো বকুল-বনের পাখী,
দূরে চ’লে এনু, বাজে তা’র বেদনা কি?
আষাঢ়ের মেঘ রহে না কি মোরে চাহি’?
সেই নদী যায় সেই কলতান গাহি’,—
তাহার মাঝে কি আমার অভাব নাহি?
কিছু কি থাকে না বাকি?
বালক গিয়েছে হারায়ে, সে কথা ল’য়ে
কোনো আঁখিজল যায়নি কোথাও বয়ে?
শোনো শোনো, ওগো বকুল-বনের পাখী,
আর বার তা’রে ফিরিয়া ডাকিবে না কি?