এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
৬২
কর্ম্মের এই বৰ্ম যাক না ফেঁসে,
কীর্ত্তি যাক না ঢাকি’।
ডেকে লও মোরে নাম-হারাদের দলে
চিহ্ন-বিহীন উধাও পথের তলে।
শোনো শোনো, ওগো বকুল-বনের পাখী,
যাই যবে যেন কিছুই না যাই রাখি’।
ফুলের মতন সাঁঝে পড়ি যেন ঝ’রে,
তারার মতন যাই যেন রাত ভোরে,
হাওয়ার মতন বনের গন্ধ হ’রে
চ’লে যাই গান হাঁকি’।
বেণুপল্লব - মর্ম্মর - রব সনে
মিলাই যেন গো সোনার গোধূলি-খনে॥
(ফাল্গুন, ১৩৩০)