এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূর্ণতা
১
স্তব্ধরাতে একদিন
নিদ্রাহীন
আবেগের আন্দোলনে তুমি
ব’লেছিলে নতশিরে
অশ্রুনীরে
ধীরে মোর করতল চুমি’,—
“তুমি দূরে যাও যদি,
নিরবধি
শূন্যতার সীমাশূন্য ভারে
সমস্ত ভুবন মম
মরুসম
রুক্ষ্ম হ’য়ে যাবে একেবারে।
আকাশ-বিস্তীর্ণ ক্লান্তি
সব শান্তি
চিত্ত হ’তে করিবে হরণ,
নিরানন্দ নিরালোক
স্তব্ধশোক
মরণের অধিক মরণ”॥