এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৬৯
পূর্ণতা
৩
দু’জনের সেই বাণী,
কানাকানি,
শুনেছিলো সপ্তর্ষির তারা;
রজনী-গন্ধার বনে
ক্ষণে ক্ষণে
ব’হে গেলো সে বাণীর ধারা।
তা’র পরে চুপে চুপে
মৃত্যুরূপে
মধ্যে এলো বিচ্ছেদ অপার।
দেখা শুনা হ’লো সারা,
স্পর্শহারা
সে অনন্তে বাক্য নাহি আর।
তবু শূন্য শূন্য নয়,
ব্যথাময়
অগ্নিবাষ্পে পূর্ণ সে গগন।
একা-একা সে অগ্নিতে
দীপ্তগীতে
সৃষ্টি করি স্বপ্নের ভুবন।
হারুনা-মারু জাহাজ,
১লা অক্টোবর, ১৯২৪।