পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

আহ্বান

আমারে যে ডাক দেবে, এ জীবনে তা’রে বারম্বার
ফিরেছি ডাকিয়া।
সে নারী বিচিত্র বেশে মৃদু হেসে খুলিয়াছে দ্বার
থাকিয়া থাকিয়া।
দীপখানি তুলে ধ’রে, মুখে চেয়ে, ক্ষণকাল থামি’
চিনেছে আমারে।
তা’রি সেই চাওয়া, সেই চেনার আলোক দিয়ে আমি
চিনি আপনারে॥

সহস্রের বন্যাস্রোতে জন্ম হ’তে মৃত্যুর আঁধারে
চ’লে যাই ভেসে।
নিজেরে হারায়ে ফেলি অস্পষ্টর প্রচ্ছন্ন পাথারে
কোন নিরুদ্দেশে।