পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
৮২

যুগে যুগে বারম্বার লিখে লিখে
বারম্বার মুছে ফেলো; তাই দিকে দিকে
সে ছিন্ন কথার চিহ্ন পুঞ্জ হ’য়ে থাকে;
অবশেষে একদিন জ্বলজ্জটা ভীষণ বৈশাখে
উন্মত্ত ধূলির ঘূর্ণিপাকে
সব দাও ফেলে
অবহেলে,
আত্ম-বিদ্রোহের অসন্তোষে।
তা’র পরে আর বার ব’সে ব’সে
নূতন আগ্রহে লেখো নূতন ভাষায়।
যুগযুগান্তর চ’লে যায়॥


কত শিল্পী, কত কবি তোমার সে লিপির লিখনে
ব’সে গেছে একমনে।
শিখিতে চাহিছে তব ভাষা,
বুঝিতে চাহিছে তব অন্তরের আশা।
তোমার মনের কথা আমারি মনের কথা টানে,
চাও মোর পানে।
চকিত ইঙ্গিত তব, বসন প্রান্তের ভঙ্গীখানি
অঙ্কিত করুক মোর বাণী।