পাতা:পৃথিবী.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[৭০]

 এইরূপ ভীষণ কোলাহলময় ভৌতিক যুদ্ধ যে কদিন চলিল তাহার স্থিরতা নাই, এই পর্যন্ত নিশ্চয় বলা যায় যে জলই শেষে বিজয়ী হইয়া সমস্ত পৃথিবীময় ব্যাপ্ত হইল। এইরূপে পৃথিবীর বাস্পারণ কিছু পাতলা হইয়া আসিলে, সেই দিগন্তব্যাপী অন্ধকার ভেদ করিয়া সদর্পে দুএকটি সূর্য্যকর দেখা দিতে আর করিল। ক্রমে সেই জলপ্লাবিত পৃথিবী সূর্যালোক প্রভাবে এখনকার অবস্থায় পরিণত হইয়াছে।