পাতা:পৃথিবী.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৭৬ ]

মৃত্তিকা বলা যাইতে পারে। যেমন বালি চূণ ম্যাগনেসিয়া ইত্যাদি। বাঙ্গালার সমুদ্র-সন্নিকটস্থ প্রদেশ মাত্রেই এরূপ মৃত্তিকা অপরিমেয়।

 এই সকল ধাতব ও আকরিক দ্রব্যের দ্বারা সামুদ্রিক স্তর সংস্থিতির এমনি একটি পর্যায় দেখিতে পাওয়া যায়, যাহাতে তাহাদের উৎপত্তির সময় স্পষ্টই ব্যক্ত করে।

 প্রত্যেক স্তর যে সকল আকরিক পদার্থে নির্ম্মিত, এবং তাহাতে যে সকল প্রাণীর দেহাবশেষ পাওয়া যায় তাহারা পরস্পর এরূপ অসমধর্মী যে, সে সকল পরীক্ষা করিয়াই স্তরের উৎপত্তির সময় নিরূপিত হয়। ভূগর্জ হইতে মাঝে মাঝে গ্র্যানিট পরফায়েরি ইত্যাদি প্রস্থ ভূপৃষ্ঠ ভেদ করিয়া সবলে উঠি সময় যদি সমস্য সুরপর্য্যায় লণ্ড ভণ্ড না করিত, যদি মাঝে মাঝে সমুদ্র দ্বারা সমস্ত স্তর ধৌত হইয়া আবরণবিচ্যুত না হইত, তাহা হইলে ভূতত্ত্ব বিদ্যা আয়াসসাধ্য হইত না। প্রত্যেক স্তর চিরকাল একই রূপ সাজান থাকিলে ভূবেত্তারা মাটী খুঁড়িয়া অতি সহজেই তাহার উৎপত্তির সময় নিরূপণ করিতে পারিতেন। কিন্তু সর্বদা গ্র্যানীটির উৎপাত! হেতু এবং বন্যা-প্রভাবে ঐ সকল স্তর এত বিপর্যস্ত হইয়া পড়িয়াছে যে অনেক কষ্টে ভূবেত্তাদিগকে স্তরের বয়স নির্ণয় করিতে হয়।

 পৃথিবীতে প্রত্যহই পরিবর্ত্তন হইতেছে, কিন্তু এক