পাতা:পৃথিবী.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[৮৮]

তেমনি বর্ধিতায়ন। অন্যান্য মৎস্য ছাড়া এখন অর্থ ভাগ অইস ও অন্ধ কঠিন চর্ম্মাচ্ছাদিত একরূপ আশ্চর্যজনক মৎস্য ছিল। পূর্ববর্তী উদ্ভিদ ছাড়া ক্যালেমাইট ও ব্যাঙ্গের ছাতার ন্যায় এক প্রকার উদ্ভিদ এ সময়ে প্রথম জন্মে। সাইরিয়ান যুগের ক্রমশ অল্প পরিবর্তন দ্বারা হঠাৎ আর একটি ভিন্ন যুগ আসাতে সাইরিয়ানের শেষভাগ ও ডিবেনিয়ানের প্রথমাংশ এত মিশিয়া গিয়াছে, যে ডিবোনিয়ানের অরস্ত স্থান নির্ণয় করা বড় সহজ নয়।

কারবনিফরস্ বা অঙ্গারজনক অন্তর-যুগ।

 অঙ্গারজনক অন্তরযুগ ডিবোনিয়নের পরবর্তী। এই সময়ের উদ্ভিদ হইতেই মৃদঙ্গারের উৎপত্তি। কানিফরস দুই গর্ভযুগে বিভক্ত, মৃদঙ্গার গর্ভ-যুগ, এবং চুনে পাথর (Carboniferous limestone) গর্ভ-যুগ। কানিফরসের যে সময়ে উদ্ভিদ হইতে ক্রমে মৃদঙ্গার হইয়াছে সেই, বিভাগেই মৃদঙ্গার গর্ভ-যুগ। এবং যে সময় সামুদ্রিক জীবের দেহাবশেষ-সঙ্কল স্তরের সংস্থিতি হইয়াছে তাহাই লাইমষ্টোন অর্থাৎ চুণে পাথর গর্ভ-যুগ। ভূপৃষ্ঠ ভেদ করিয়া এ্যানিট পূফায়েরি প্রভৃতি দ্রব্যের সৃহিত-নির্গত উষ্ণ জ্বল, চুণ ও বালি পূর্ণ ছিল। সমুদ্র-জলে মিশ্রিত সেই চুণ দ্বারা শম্বুক জাতীয় জীবের কঠিন আচ্ছাদন হইতেই আবার পরে চূণ উৎপন্ন হয়। চুণে পাথরের স্তর।