পাতা:পৃথিবী.djvu/১৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৯০ ]

দেশ হইতে উত্তর মহাসাগরের চির তুষারময় লেলবিল দ্বীপ পর্যন্ত এবং স্পিউরর্জেন হইতে আফ্রিকা পর্যন্ত সমস্ত দেশেই এ সময়ে সমজাতীয় উদ্ভিদ দেখা যায়।

 পৃথিবীর এক প্রান্তু হইতে অপর প্রান্ত পর্যন্ত উদ্ভিদ প্রাচুর্য্য এই সময়ের একটি বিশেষ লক্ষণ, এবং মৃঙ্গারের তৈলময় পদার্থে (bitumenous matter.) অধিক পরিমাণে অঙ্গারাম্ল এবং জলজান বাষ্প দেখিয়া বোধ হয় এ গর্ভযুগে অঙ্গারা বাষ্পের প্রাচুর্য বশতই প্রাণীর সংখ্যা এত বিরল। যাহা হউক কেবল অনুমান ছাড়া এ সম্বন্ধে নিশ্চিত কোন প্রমাণ পাওয়া যায় না। কেবল এইটুক আমরা নিশ্চিত বলিতে পারি যে আমাদের বর্তমান যুগে যে সকল জাতীয় পর্ণীতরু (Ferm) নিতান্ত ক্ষুদ্র, অঙ্গারজনক অন্তর যুগে সেই সকল জাতিই অতি বৃহৎ বৃহৎ সুন্দর বৃক্ষ ছিল। এখনকার যে সকল শৈবাল-লতা (Lycopod) দুই হাতের অধিক দীর্ঘ হইতে দেখা যায় না, তখন সেই জাতীয়েরাই আশি নব্বই ফুট উচ্চ বৃক্ষ হই। এক প্রকার শহুদেহী বৃক্ষ (Lepedodendroris) দ্বারাই তখন প্রায় সমস্ত জঙ্গল পরিপূর্ণ ছিল। ইহার এক একটি পাতা ১০ ইঞ্চি বুম্বা, এবং স্কন্ধ দুই হাত পরিমাণ পর্য্যন্ত দেখা যায়। এই জাতীয় আর এক রূপ বৃক্ষ ইহা অপেক্ষাও দীর্ঘায়তনের। এ সময়ের আর এক রূপ বৃক্ষ (Sigellarias) কখন কখন দৈর্ঘ্যে ১০০ ফুট ছাড়াইয়া উঠিত। এই সকল