পাতা:পৃথিবী.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৯১ ]

বৃহৎ বৃক্ষ এবং অন্যান্য ক্ষুদ্র পর্ণীতরু দ্বারা তখনকার জঙ্গল পূর্ণ ছিল। সমুদ্র-তীরও ওই সময় নানা প্রকার ক্ষুদ্র বৃক্ষে আবৃত থাকিত। ক্যালামাইট নামে এক প্রকার শরগাছ তখন উন্ধে বিশ কি ত্রিশ ফুট এবং বেড়ে এক কিম্বা দুই ফুট হইতে দেখা গিয়াছে। ইহাদের ক্ষুদ্রায়তন বংশজ এখন ইংলণ্ডে অশ্বপুচ্ছ (Mare's tail) নামে বিখ্যাত। এ সময়ে বাউ জাতীয় এক প্রকার বৃক্ষও দেখিতে পাওয়া যায়, কিন্তু পুষ্টিকর কোন ফল কিম্বা কুল তখনো জন্মে নাই। ফুলহীন বৃক্ষার্দিপূর্ণ হরিৎক্ষেত্রই চতুর্দিকে বিস্তৃত। বৃক্ষাদি সংখ্যায় বহুল, অথচ জাতিতে অত্যল্প। এই অন্তরযুগের শেষ ভাগে কাকড়া জাতীয় ট্রাইলোবাইট জীব একেবারে লোপ পাইয়াছিল।

 মৃদঙ্গার গর্ভ যুগের পূর্ববর্তী যে ভাগে জীবদেহ-সঙ্কুল স্তর হইয়াছিল তাহা চুণে প্রস্তর গর্ভ যুগ। শম্বুক জাতীয় ৪০০ প্রকার প্রাণী, কঁকা ও মৎস্য জাতীয় অল্প সংখ্যক প্রাণী, এবং পুরুভুজ এই সময়ের অধিবাসী। সময়ে একরূপ জলজ সরীসৃপের (Archc gosaurus) কেবল মস্তক মাত্র পাওয়া গিয়াছে, তাহা হইতে মনে হয়, এই সময়েই প্রথম সরীসৃপ জুন্নে। এতদিন যত প্রকার জীর জন্মিয়াছে তাহার মধ্যে এ সময়ের গ্যানয়েড {ganoid) নামে একপ্রকার মৎস্য দেখিতে অতি সুন্দর।