পাতা:পৃথিবী.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[৯৭]

অর্থাৎ লোহিত প্রস্তর স্তরে পূর্ববর্তী যুগের বাহুপদী ও মন্তকপদী শব্দ, গেনইড ও প্লাকইড মন্স্য অল্পই পাওয়া যায়।

 এখন জীবজগতের পরিবর্তনের সহিত উদ্ভিদেরও পরি বর্ত্তন লক্ষিত হয়। যে সকল বৃক্ষ ও লত অঙ্গারজনক যুগে বিশেষ বৃদ্ধি লাভ কবিয়াছিল, তাহাদের স্থান এখন অন্যান্য জাতি আসিয়া গ্রহণ করিয়াছে। পূর্ব্ববর্তী যুগের উদ্ভিদ এখন অল্পসংখ্যক, কেবল কাউ জাতীর বৃক্ষই(Conifer) কিছু অধিক।

 কতক পুরভিন জীবজাতির এ সময় যেমন লোপ পাইয়ছে তেমনি অসংখ্য অসংখ্য নূতন জাতীয় জীব তাহাদের স্থলাভিষিক্ত হইয়াছে। এই অন্তর যুগে লোহিতপ্রস্তরশুর-সংস্থিতির সময়ে কচ্ছপের প্রথম ও এই সময় কইতেই সরীসৃপদিগের অধিপত আরও।

 পরে কৃষ্ণবর্ণ চূর্ণেপ্রস্তর-উর-সংস্থিতি হইবার সময়ে সমুদ্রে অসংখ্য নুতন শম্বুক জাতীয় জীব ও কচ্ছপ, বার প্রকার ভিন্ন ভিন্ন জাতীয় সরীসৃপ এবং কঠিন আচ্ছাদন বিশিষ্ট ছয় প্রকার নুতন মৎস্য উৎপন্ন হয়। উত্তর অনেকের কনেকটিকাট নদীর গোণা বেলে পাথর-স্তরে উষ্ট্রপক্ষীর মত বৃহৎ পক্ষীর তিনটি পদাঙ্গুলি চিহ্ন দেখিয়া এই সময়েই প্রথম পক্ষীর আবির্ভাব অনুমান কর হয়। কিন্তু পক্ষীর কঙ্কাল না পাওয়াতে অনুমান ছাড়া ইহার অন্য প্রমাণ নাই। এ সময়ের মৃত্তিকাতে অনেক প্রকার