পাতা:পৃথিবী.djvu/১৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[১১০]

যুগের শেষে ভারতবর্ষের উত্তর দক্ষিণ একই-সংলগ্ন ভূখণ্ড হইয়া সমুদ্র দ্বারা বিচ্ছিন্ন থাকিত, তাহা হইলে তৃতীয় যুগের প্রারম্ভে উৎপন্ন সমুদ্র মৃত্তিকা-স্তরে সামুদ্রিক জীব কঙ্কাল পাওয়া যাইত, কিন্তু রাজমহেন্দ্রী হইতে পারে। পর্বত পর্য্যন্ত এ সময়ের মৃত্তিকায় সামুদ্রিক জীবের কঙ্কাল পাওয়া যায় না।

 দ্বিতীয়, ভারতবর্বের দক্ষিণভাগে স্থলচর্মী জন্তু, {::::) হস্তী মহিষ ইত্যাদি জন্মিবার আগে ভারতবর্ষের উত্তর ভাগেই এই সকল জন্তু উৎপন্ন হয়, কেন না উত্তরেই তৃতীয় যুগের প্রথম ইয়োসিন অন্তর যুগের মৃত্তিকায় হস্তী ও মহিষ জাতীয় স্থলচর্ম্মী জীবকঙ্কাল পাওয়া গিয়াছে। পরে শীতের তাড়নে উহারা উত্তর হইতে দক্ষিণে পলায়ন করে। যে সকল প্রাণী উত্তরে লোপ পাইয়াছে তাহারা ভারতবর্ষের দাক্ষিণাত্যে এবং ইহার সম-নিরক্ষান্তর প্রদেশে এখনো বর্তমান, এবং দাক্ষিশাতে আবার যে সকল জীব এখন বিলুপ্ত তাহা আফ্রিকায় দেখা যায়। যদি চাখড়ির শেষে ভারতবর্ষ উপকুল সংলগ্ন না থাকিত তাহা হইলে তৃতীয় যুগের প্রথমেও সমুদ্র দ্বারা উত্তর দক্ষিণ বিচ্ছিন্ন থাকিত তাহা হইলে কি করিয়া স্থলচর্ম্মী জাতি দক্ষিণে উপস্থিত হইবে? তাহা হইলে তৃতীয় যুগের মধ্য অন্তর যুগ মায়োসিন কালে দাক্ষিণাত্য প্রদেশের মৃত্তিকাতে হস্তী, মহিষ কঙ্কাল পাওয়া যাইত না।