পাতা:পৃথিবী.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১১৫ ।

আর বড় উপরে উঠিতে পারে না। তৃতীয় যুগে পৃথিবীর উত্তাপ স্থলতঃ বর্তমান সময়ের গ্রীষ্মপ্রধান দেশের ন্যায় ছিল, কিন্তু সূর্যের উত্তাপের ন্যূনাধিক্য বশত পৃথিবীর দ্রাঘিমা ভেদে শীতাভপের বৈষম্য উপস্থিত হইয়াছে, এবং মেরু দেশে অল্প অল্প শীত দেখা দিয়াছে।

 প্রচুর বৃষ্টি দ্বারা এই সময়ে যে সকল প্রধান প্রধান নদী ও পরিষ্কার জলের হ্রদ উৎপন্ন হইয়ছিল পরে সেই সরুল প্রকাণ্ড নদী-নোহনার ব-দ্বীপই ক্রমে নতুন নুতন দেশ রূপে পবিণত হইল। আমরা পৃথিবীর পৃষ্ঠে এখন জল ও ফুল যে অবস্থায় দেখিতেছি ইহা তৃতীয় যুগেৱই মে ভাগে এই রূপ আকার ধারণ করছে।

 তৃতীয় যুগাট বিখ্যাত লয়েল তিন ভাগে বিভক্ত করেন। ইয়োসিন মায়োলিন ও প্লায়োসিন ইয়োসি ঠাৎ বর্তমান সময়ের প্রারম্ভ, মায়োসিন অর্থাৎ অল্পবুনিক, প্লায়োস অর্থাৎ অধিকাধুনিক। এই সকল আখ্যা দ্বারা বর্তমান ময়ের জীব জন্তু হইতে সাময়িক জীব জন্তুর প্রভেদ দশাইতে তিনি এই রূপ নামকরণ করিয়াছেন।

 এখন এই তিন ভাগের স্থূল লক্ষণ সংক্ষেপে কিছু বলিয়া এ অংশ শেষ করা যাউক।

ইয়োসিন অন্তর যুগ।

 পূর্বের সেই মহা সমুদ্রের অনেক অংশ এখন স্থলে