পাতা:পৃথিবী.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ S७8 ] জন্তু বিবর-বাণী বলিয়া প্রবাদ, চীনে ইহাদের নাম টিয়েনসিউ অর্থাৎ যাহার। মাটীতে লুকায়। এই সময়ে উৎপন্ন হিমালয়ের নিম্নস্তরে কয়েকটি কচ্ছপদেহ পাওয়া গিয়াছে তাহার উদর-নিম্নস্থ কঠিনআচ্ছাদনী-অস্থি বার ফুট লম্ব ও ছয় ফুট চওড়া ; এবং পায়ের হাড় গণ্ডারের ষ্ঠায় দৃঢ় ও প্রকাণ্ড । এই সময়ের নানা প্রকার স্তন্যপায়ী জন্তুর কঙ্কাল ইংলণ্ডের ইয়র্ক সায়ারস্থ বিখ্যাত কার্কডেল গহবরে এবং ডিবন সিয়ারে টকির নিকটস্থ কেন্ট গহ্বরে পাওয়া গিয়াছে। এই গহ্বরে আবিষ্কৃত কঙ্কালরাশি হইতে কত অনুমানই উত্থিত হইয়াছে তাহার ঠিক নাই। সাধারণত এই বিশ্বাস ইহ। কোন মাংসাশী পশুর গহ্বর, এবং সেই মাংসাশী পশু কর্তৃক আনীত অন্যান্ত পশুদের দ্বারা গহবর পূর্ণ। কেহ কেহ আবার বলেন রুগ্ন অসমর্থ পশুগণ শত্রুর হাত এড়াইতে এই ভয়শূন্ত গুহায় আসিয়া মরিভ ; অপর কেহ বলেন বন্যাতে মৃত পশুর কঙ্কাল ভাসিয়া এই গুহায় আসিয়া জমিয়াছে। যে অনুযানটিই সত্য হউক না কেন ইহা নিশ্চয় যে চতুর্থ যুগের প্রারস্তে এই সকল পশু ইংলণ্ডের অধিবাসী ছিল। গ্রীষ্মপ্রধান আফ্রিকা দেশে এখন যেরূপ বৃহৎ জল-হস্তী আছে সেইরূপ জল-হস্তী, দ্বি-খড়ীগণ্ডার, নানা জাতীয় হরিণ, বৃষ, মহিষ, ঘোড়া, গাদা, ভল্লুক, সিংহ, হায়েনা, বিবর, প্রভৃতি যে সকল জম্বর