পাতা:পৃথিবী.djvu/১৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৩৬ ] দ্বারা ইয়োরোপের স্থানে স্থানে যে স্তর-সংস্থিতি হইয়াছে সেই স্তর-সংস্থিতির পর ইয়োরোপের উত্তাপ একেবারে কমিয়া একটি ভয়ঙ্কর শীতকাল ত্যাসিয়া পড়িল, সেই শীতকালকেই হিমশৈল কাল বলা যায়। এই সময় ব্রিটিস দ্বীপপুঞ্জের অধিকাংশ এবং সম্ভবতঃ ইয়োরোপের অন্যান্ত দেশও একটি ঘন হিমশৈল-আবরণে আবৃত হয়। ইংলণ্ডে ত্ৰিশটল চ্যানেলের দক্ষিণে একটি ভূখণ্ড এবং টেম্শ নদীগর্ভ মাত্র তখন জলের উপরি ভাগে ছিল । ইংলণ্ডের উত্তরাংশ এবং ব্রিটনের উচ্চভাগ ও আয়ারলও এই হিমশৈল চালনে পেষিত হইয়। বর্তমান আকার ধারণ করিয়াছে। এই সুদূরব্যাপী বন্যার প্রভাবে টেম্শ নদীর উত্তর দিক যে সেই সময় হইতে ক্রমশঃ সমুদ্রগ্রস্ত হইতে আরম্ভ হইল ইহার প্রমাণ অনেক পাওয়া যায়। র্যামজে প্রমাণ করেন ভীষণ শীতের প্রারস্তে ইয়োরোপেল স্থল ভাগ এখনকার অপেক্ষ অধিক ছিল ; তাহার পর, বন্য। আসিয়) ইয়োরোপের অধিকাংশ স্থল সমুদ্রমগ্ন করিয়াছিল, পরে আবার তাহ৷ সমুদ্র হইতে উঠিয়৷ হিমশৈল সাৰ্বত হইল। আধুনিক কাল। চতুর্থ যুগের শেষ ভাগ বর্তমানকাল তিন ভাগে বিভক্ত ।