পাতা:পৃথিবী.djvu/১৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ४७१ ] ১ । ইয়োরোপের বন্যা, ২ । হিমশৈলকাল, ৩। মনুষ্যের জন্ম ও আসিয়ার কম্য - ইয়োরোপীয় বন্য। ইয়োরোপের অনেক স্থানে তৃতীয় যুগের স্তরের উপরে নানা জাতীয় মুক্তিকমিশ্রিত স্তর নিৰ্ম্মিত হইয়াছে । ইয়োরোপ-সন্নিহিত ভিন্ন ভিন্ন দেশীয় মৃত্তিকাই এই স্তরে প্রচুর। ইয়েরোপস্থ পাহাড় নিয়ের ক্ষয়-গ্ৰস্ত, খোদিত ও বিস্তৃত উপত্যক-ভূমি এবং স্থানে স্থানের স্তরীভূত মসৃণ গোলাকার কম্বুররাশি দেখিলে তাহার উপর অনবরত জল ঘর্ষণ-কাৰ্য্য লক্ষিত হয় । এই সকল কঙ্কররাশি প্রবল বন্যাপ্রভাবে ধৌত ও স্থানভ্রষ্ট হইয়। নিক্ষিপ্ত হইয়াছে সন্দেহ নই। ইহা দেখিলে মনে হয় সমুদ্রের একটি মহা তরঙ্গ, স্থল-পৃষ্ঠে পড়য়া সমস্ত চুরমার করিয়া দূরদূরান্তরে নিক্ষেপ করিয়াছে। এই ভীষণবষ্ঠানিক্ষিপ্ত পদার্থরাশির স্তরকে বন্যাসত্বত স্তর বলা যায়। সহসা এই ভয়ঙ্কর বন্যাস্রোত আসিয়া ইয়োরোপ আক্রমণ করিল কেন ? সম্ভবত: ইয়োরোপের সমুদ্রগর্ভে কিম্বা এই সমুদ্রসন্নিহিত ভূগর্ভের আভ্যন্তরিক অগ্নির কাৰ্য্যধশতঃ কোন ভূপণ্ড উচ্চ হইয়া উঠিবার সময় সমুদ্রআন্দোলন দ্বারা এই রূপ বস্তার আবির্ভাব হইয়াছিল।