[ x89 | উত্তর প্রসিয়ায় ৩৪০ টন ওজনের একটি এই জাতীয় গ্রেনিট চাপড় পাওয়া গিয়াছে। এই সমস্ত প্রকাও প্রস্তর, নরোয়ে হইতে উক্ত সকল দেশে আনিতে কতই না জানি বলের আবশ্যক হইয়াছিল! আল্প পৰ্ব্বত শ্রেণীর কোন কোন অংশ উঠিবার সময় ইয়োরোপের দ্বিতীয় বস্ত হয়। আলপের চতুর্দিকস্থ প্রদেশ যথা, ফান্স, ইটালি, জারমানির উপত্যকাভূমি এই বন্যানিক্ষিপ্ত পদার্থরাশিতে পূর্ণ। পূৰ্ব্বোক্ত বন্ত হইতে ইহা যে অপেক্ষাকৃত আধুনিক সময়ের তাহার অনেক প্রমাণ পাওয়া যায়। এই পৰ্ব্বতশ্রেণীর পূর্বাংশে প্রাণী-দেহ সঞ্ছল প্রথম যুগের স্তর এবং ওয়ে'লাইট ক্রিটেসস, এবং তৃতীয় যুগেরও স্তর দেখা যায়–কিন্তু মধ্য অল্পে এ সকল কিছুই দেখা যায় না, এস্থানে অপেক্ষীকৃত আধুনিক ইয়োনি মৃত্তিকার অনেক স্থান ‘রূপান্তরিত দেখিয়া মনে হয় এ সময়ে ক্রমাগত ভূগর্ভ হইতে নূতন নুতন উৎপাত বশত: নূতন মৃত্তিক উৎপন্ন হইয়াছে এবং এই উৎপাত বশতই ইয়োরোপে বস্তার দ্বিতীয় সংস্করণ। হিমশৈল কাৰ্য্যকাল । প্রাণী-জগৎ যখন উন্নতির শেষ সোপানে উঠিতে যত্নবান তখন সহসা উপরি উপরি পূর্বোক্ত দুই বষ্ট দ্বারা সমস্ত ইয়োরোপ জলমগ্ন হইল ; সঙ্গে সঙ্গে প্রাণী জগতেরও
পাতা:পৃথিবী.djvu/১৯৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।