পাতা:পৃথিবী.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| S83 উন্নতির” পদে কণ্টক পড়িল ; এই বিপদ না সামলাইত্তে সামলাইতে আর একটি বিপদ আলিয়। ইয়োরোপের পুরাতন গুণীিদের আর উঠিতে মিল না। • স্বাডিলেবিয়া হইতে ভূমধ্যসাগর ও ড্যান্থব পৰ্য্যন্ত বিস্তৃত ভূখণ্ডে অর্থাৎ মধ্য ও উত্তর ইয়োরোপে সহস৷ একটি অভূতপূৰ্ব্ব অসাধারণ প্রচণ্ড শীতকাল দেখা দিল, মেরুপ্রদেশের শীত সহসা ইয়োরোপে উপস্থিত। ইয়োরোপের গ্রীষ্ম-দেশীয় সুন্দর বৃক্ষাদি দ্বারা সজ্জিত শ্যামল ক্ষেত্র, যাহাতে আসিয়া ও আফিকার বৃহৎ হস্তী, গণ্ডার, সিংহ, ব্যাঘ্ৰ, অশ্ব প্রভৃতি পশু বিচরণ করিত সেই সকল ক্ষেত্ৰ সহসা দারুণ শীতে হিমশৈলাবৃত হইয়া পড়িল । বহমান নদীর পরিবর্তে জমাট নীহাররাশি বহিতে লাগিল। বেগে বহমান এইরূপ নীহািরনীর ঘর্ষণে চতুঃপার্শ্বস্থ মৃত্তিক কি ভয়ানক রূপে পরিবর্তিত হইতে লাগিল তাহা অনুভব করাও দুষ্কর । এই দারুণ শীতের অখণ্ডনীয় কারণ এখন পর্য্যন্ত নিশ্চিত হয় নাই । শীত গ্রীষ্ম ঋতু পরিবর্তনের প্রধান কারণ স্বৰ্য্যোত্তাপ, সেই নিমিত্ত সহণ স্বর্য্যের উষ্ণতার হ্রাস ন হইলে আর এরূপ শীত আসিবার সম্ভাবনা নাই, কিন্তু হঠাৎ স্বর্ঘ্যো ভাপ হ্রাস হইবার কি কারণ হইতে পারে ? ● এ সম্বন্ধে একটির অধিক আনুমানিক মত বাহির হইয়াছে কিন্তু কোনটিই ইহার নিশ্চিত কারণ বলিয়া স্থির হয় নাই।