পাতা:পৃথিবী.djvu/১৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ $86 অবিস্কৃত গুহা নিজে পরীক্ষা করিয়৷ এ সম্বন্ধে সন্দেহভঞ্জন করিতে সেখানে গমন করিলেন । যদিও এই গুহায় একটিও মনুষ্যাস্থি ছিল না, কিন্তু মধ্যে মধ্যে পশু-কঙ্কালের সহিউ অস্ত্রাদি নিক্ষিপ্ত ছিল। একখানি ছুরিকার অতি সন্নিকটে পুহাশায়ী ভল্লুকের একটি পদ এরূপ ভাবে অবস্থিত ছিল ষে এই দুই বস্তুর সমকালিকতায় কোন সন্দেহ নাই। কিন্তু ইহার কোন সময়ে এই গুহাস্থিত হইয়াছে কে নির্ণয় করিবে ? তাহা করিতে পারিলেই আদিম মনুষ্যের উৎপত্তির কাল স্থির করা যাইত । ইহা ব্যতীত সমূনদী তীরে চতুর্থ যুগের প্রারস্ত উৎপন্ন স্তরে এবং উদ্ভিদ-দেহাবশেষ মৃত্তিকায়, মনুষ্য-হস্ত-নিৰ্ম্মিত প্রস্তর-অস্ত্র এবং অমিয়া নগর সন্নিহিত সাঁতাস্যলের কঙ্করগহবরে মনুষ্য-গণ্ডাস্থি ও মনুষ্য-দন্ত পাওয়া গিয়াছে । মনুষ্যচিত্ন-বিশিষ্ট স্তরের মধ্যে সাভাস্যলের স্তর সর্বাপেক্ষ প্রাচীন। কিন্তু এই স্তর যে কত দিন পূর্বের তাহ। এখনো নিীত হয় নাই। এ সম্বন্ধে কেবল এই মাত্র বলা যাইতে পারে যে—সম নদীর উপকূল-স্থিত মৃত্তিকাবশেষউদ্ভিদস্তরের স্থায় স্থল স্তর হইতে ৭০০০ হাজার বৎসর লাগিবার কথা, সাতাসাল-স্তর তাহা হইতেও প্রাচীন, সুতরাং ৭০০০ বৎসর হইতেও ইহার বয়ঃক্রম অধিক । ” দুই এক শতাব্দী হইতে পৃথিবীর সকল স্থানেই প্রায় মধ্যে মধ্যে মনুষ্য-নিৰ্ম্মিত পুরাতন প্রস্তর-অস্ত্রাদি পাওয়া నీ 獄