পাতা:পৃথিবী.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৪৬ ] যাইতেছে। কিন্তু স্ক্যানডেনেভিয়ার মত অন্ত কোন স্থানে রীতিমত তাহীদের অনুধম্বান হয় নাই।

  • স্ক্যানডেনেভিয়ার, তীরে স্ত,পাকার শস্তৃক খোলার যে সকল পৰ্ব্বত দেখা যায় তাহ মনুয্যের প্রাচীনত্ব প্রমাণের আর একটি উপকরণ।

পূৰ্ব্বে মনুষ্যের আহারান্তে যে সকল শস্তুক জাতীয় জীবের খোলা ফেলিয়া দিয়াছে তাহাই স্তুপাকার হইয়। পৰ্ব্বতাকার হইয়া পড়িয়াছে। এই পরিত্যক্ত শম্বুক খোলারাশির পর্বতাকার ধারণ করিতে বহুকাল সাপেক্ষ । এই পৰ্ব্বতে যদিও ধাতব কোন অস্ত্র দেখা যায় নাই কিন্তু পশু-কঙ্কালের সহিত মৃত্তিকাপাত্র ও চকমকি-প্রস্তর-নিৰ্ম্মিতু ছুরিকাদি পাওয়া গিয়াছে। আমেরিকার মাসাচুসেট এবং জর্জিয় সীম পর্যান্ত এইরূপ পশু-কঙ্কাল ও অস্ত্রাদিসন্থল শম্বুক-স্তর পাওয়া গিয়াছে। স্ক্যানডিনেভিয়ার প্রাণী বেত্তাগণ এই সকল অস্ত্রাদির নিৰ্ম্মাণের কাল নির্ণয় করিয়া ইহা হইতে মনুষ্যের প্রাচীনত্ব প্রমাণ করিতে চেষ্টা করিয়াছেন। তাহার এই প্রকারে প্রস্তর, পিত্তল, লৌহ অন্নাদির ব্যবহার কাল শ্রেণীবদ্ধ করেন-- প্রথম প্রস্তর ব্যবহার কাল । দ্বিতীয় পিত্তল ব্যবহার কাল । তৃতীয় লৌহ ব্যবহার কাল। প্রেস্তর অস্ত্ৰ সৰ্ব্বাপেক্ষ প্রাচীন স্তরে পাওয়া যায় সুতরাং