পাতা:পৃথিবী.djvu/২১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৬০ ] ৪। ভূ-পৃষ্ঠ কঠিন কিন্তু নিয়ে কেন্দ্র পর্যাস্তু বাষ্পময় । পৃথিবীর নিম্নদেশ তদুর মনুষ্যের পরীক্ষার অন্তর্ভূত হইয়াছে কেবল ভাঙ্গরই উপর নির্ভর করিয়া ভূবেড়াগণ প্রথম সিদ্ধান্তে উপনীত হইয়াছেন। পৃথিবীর নান। স্থান খনন দ্বারা যে পাঁচ হাজার ফুট মানুষের পরীক্ষাধীন হই য়াছে তাহাতে দেখা যায় যে, নিম্নভা অনুসারে ক্রমশই উত্তাপ বাড়িতে থাকে। এই উদ্ভাপ বুদ্ধির পরিমাণ যদিও পৃথিবীর সকল স্থানে ঠিক সমান নহে, নান স্থানীয় কারণে (Local cause) ইহার অল্প স্বল্প বৈলক্ষণ্য দেখা যায়, কিন্তু বহু সংখ্যক পরীক্ষা দ্বারা স্থির হইয়াছে যে পৃথিবীর অন্তরে প্রবেশ করিলে সাধারণত: প্রত্যেক ১০০ ফুটে তাপমান ধন্ত্রের নূন্যাধিক ১ ডিগ্রি উত্তাপ বাড়ে। উত্তাপবুদ্ধির এই নিয়মানুসারে ভূগর্ভে এত উল্কাপ জমিবার কথা যে কেন্দ্র পর্য্যস্তু দ্রব-পদার্থময় হইবারই সস্তু বন । ইহা ছাড় এ মতের পক্ষে আরো অনেক বলবান কারণ আছে { পৃথিবীতে এরূপ অনেক বহুদূরব্যাপী স্তরসংস্থিতুি (Alter nate of sedimentary rocks) দেখিতে পাওয়া যায় যে ভূগর্ভকে তরল মনে করিয়া না লইলে সে সংস্থিতির কোন কারণ নিৰ্দ্ধারিত করা যায় না। ইহা ছাড়া পৃথিবীর কোন অংশ উচ্চ হইয়া উঠিলে তাহার পাশ্ববর্তী অপর অংশ নীচু হইয় পড়ে। ভূগর্ভ তরল ন হইলে এরূপ হইত না। কারণ তরল পদার্থের সাধারণ একটি গুণ এই যে তাহার