পাতা:পৃথিবী.djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৬৩ ] একটি গোল বাধে। তাহা হইলে জালামুখীর অগ্লুৎপাতের কি কারণু নির্দেশ করা যাইতে পারে ; বঁহাদের মতে ভূগর্ভ কঠিন,তাহারা বলেন,জাল মুখার অ্যুৎপাত স্থানীয় কারণ প্রস্থত। বিশেষ কোন কোন পৰ্ব্বতগর্ভে যে সকল পদার্থ নিহিত ধু.েকালে তাহাই উদগীরিত হয়, সে সকল পদার্থ সাধারণ ভূগর্ভের নহে। কিন্তু ইহাতে অনেক আপত্তি আছে। বহুসংখ্যক রাসায়ণিক পরীক্ষা দ্বারা দেখিতে পাওয়া যায় যে কি ইয়ুরোপ, কি আসিয়া, কি ভাফুিকু, কি আমেরিক, পৃথিবীর সকল স্থানের জালামুখী হইতে একই প্রকার পদার্থ উদগীরিত হয়। সহস্ৰ সহস্ৰ ক্রোশ দূরে অবস্থিত জুলামুখী হইতে স্থানীয় কারণ বশতঃ একই প্রকার পদার্থ নির্গত হওয়া সম্ভবপর নহে। ইহা ছাড়া জৰ্ম্মাণ বৈজ্ঞানিক iাইমেনস গত বৎসর বিস্তুবিয়াসের অ্যুৎপাত দেখিয়৷ ভূগর্ভের তরুলতার পক্ষে অতি সারগর্ভ যুক্তি দেখাইয়াছেন। তিনি বিস্তুবিপ্লাস পৰ্ব্বতে গিয়া দেখেন, পৰ্ব্বতের গহবর মধ্য হইতে,ছুই তিন সেকেও অন্তর যশব্দে বাষ্প নিৰ্গত হইতেছিল। ইহার কারণ নির্দেশ করা সুকঠিন । পৰ্ব্বতের খুব গভীর প্রদেশে বাষ্প প্রস্তুত হইয়া যদি হঠাৎ উদ্ধে উঠে ভাগ হইলেই এরূপ হইতে পারে। কিন্তু তাহা হইলে প্রত্যেক বারের বাম্পোদগীরণের সঙ্গে প্রচুর পরিমাণে উত্তপ্ত ধাতু দ্রব (Lava) উথিত হইবার কথা, এবং পৰ্ব্বতের ধুমনলের ভিতর উপযুক্ত পরিমাণ ধাতব