পাতা:পৃথিবী.djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1 نيران ] ইহা ছাড়া আধুনিক বৈজ্ঞানিকেরা যেসঙ্কোচন নিয়মকে স্বর্ঘ্যের সমপরিমাণ উত্তাপ রক্ষার কারণ মনে করেন, যখ “পৃথিবীর উৎপত্তি’ অধ্যায়ে বলিয়। আসা হইয়াছে, তাহ। সত্য হইলে স্বর্যের প্রভাব চিরস্থায়ী হইবার সম্ভাবনা নাই। সমপরিমাণে উত্তাপ দিবার নিমিত্ত স্বর্ঘ্যের তাহা হইলে প্রত্যেক শতাব্দীতে দুই যোজন করিয়া সঙ্কুচিত হওয়া আক শ্যক, কিন্তু বহুকাল ধরিয়া এইরূপ উত্তাপ বিকিরণ ও সঙ্কোচন দ্বারা পরিমিতায়তন সূৰ্য্য কি কালে শীতল হইয়? যাইবে না ? উত্তাপ বিক্ষেপ করিয়! সূৰ্য্যাভ্যস্তুর বাষ্পীয় অবস্থা হইতে তরল বা কঠিন হইতে আরম্ভ হইয়াছে কি না তাহা এখনো অপরিজ্ঞাত, সেই জন্য কতদিন স্তুর্য্যের উত্তাপ এইরূপ সমভাবে থাকিবে তাহ নিশ্চয় গণনা করা যায় না। তবে উত্তাপ রক্ষার জন্য স্থৰ্য্যের যে পরিমাণে সঙ্কুচিত হওয়া আবশ্যক সেই সঙ্কোচন-পরিমাণ গণনার দ্বারা স্থূলতঃ এইরূপ বলা যাইতে পারে যে আর ৫০ লক্ষ বৎসরে স্বৰ্য্য আয়তনে এখনকার অৰ্দ্ধেক হইয়া যাইবে এবং সূর্যের অভ্যন্তরদেশ যদি এখনো কঠিন হইতে আরস্ত হইয়া না থাকে তবে সম্ভবতঃ তখন কঠিন হইতে আরস্ত হইয়া ক্রমশ: উত্তাপ হারাইতে থাকিবে। এই নিয়মের বশে চলিলে সৰ্ব্বশুদ্ধ আর ১০০ লক্ষ বৎসর পর্য্যন্তও সুর্য্য জীবন রক্ষার উপযোগী উত্তাপদিতে পরিবে কি না সন্দেহ।