এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

|Ao সেই লোকদিগের সঙ্গে সঙ্গে প্রায় লোপ পাইয়া আসিল, সাধারণপ্রচলিত রূপক মাত্র অবশিষ্ট রহিল। • পুরাণানুসারে জীবগৃন্য অপার জলধিজলের প্রথম. জীব মৎস্য, দ্বিতীয় জীব কৃষ্ঠ, তৃতীয় জীব বরাহ, চতুর্থ নৃসিংহ। রূপকু করিয়া তাহারা বিধাতাকে বার বার এই রূপ্লে অবতার করাইয়াছেন। পরমেশ্বরের ইচ্ছাতেই স্মৃষ্টি হইল, সুতরাং স্বয়ং তিনি যেন এক এক বার এক এক জাতীয় জীবরূপে অবতার হইলেন। বুঝিয়া দেখিলে এই রূপকেই কি আধুনিক বিজ্ঞানের নবাবিষ্কৃত সতা পাওয়া যায় না ? ইয়োরোপীয় ভূবেত্তাগণ পৃথিবীর ইতি হাসকে যে চারিযুগে ভাগ করেন তাহার পর্য্যায় কি ? প্রথম, মৎস্য যুগ, Age of Fishes. faālā, Håloor so, Age of Reptiles. *śH, orià so, Age of Mammals. চতুৰ্থ, মনুষ্য যুগ, Age of Men. প্রথম যুগে পৃথিবীতে মৎস্যই শ্রেষ্ঠ জীব ছিল, ইয়োরোপীয় ভূবেত্তাগণ সেই জন্য তাহার নাম মৎস্য যুগ রাখিয়াছেন, পৌরাণিক উপাখ্যান রূপক সুতরাং তাহার। বিষ্ণুকে এই যুগে মৎস্য রূপে অবতীর্ণ করাইয়াছেন। তাহার পর দ্বিতীয় যুগের প্রধান জীব সরীস্বপ, তখনকার সরীহপ অতি প্রকাণ্ড ও অদ্ভুতায়তনের। পুরাণে সেই জন্ত এক কিন্তুত কিমাকার প্রকাও শরীরী কচ্ছপকে দ্বিতীয়