এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Mio যন্ত্রবিদ্যা প্রভৃতির উন্নতি দ্বারা দেশের আর এক নূতন রূপ দেখিতে পাইব। এদেশে বিজ্ঞানের উন্নতি হইলে তখন আমাদের আর অন্ত জাতির উপর নির্ভর করিতে হইবে না, কি শিল্পে কি বাণিজ্যে সকল বিষয়েই আমরা স্বপ্রধান হইতে পারিব । আজ কাল ইয়োরোপীয়গণু আমাদের এই রত্নগর্ভা ভারতভূমিতে আসিয়া আমাদের দেপাইয়া দেখাইয়া রত্নসকল লুঠিয়া লয়েন, আমরা যখন তাহদের মত শিক্ষিত হইব, তখন আমাদের আর এরূপ দুৰ্দ্দশা থাকিবে ন। এখন অতীত কালেই আমাদের অহঙ্কার, স্মৃতিতেই আমাদের মাহাত্ম্য, বর্তমানে আমাদের কিছু নাই, সুতরাং অতীত কথা নাড়াচাড়া করিয়াই আমরা বাচিয়া আছি। যেদিন বিজ্ঞান আমাদিগকে অনুগ্রহ করবেন, সেই দিন অতীত ছাড়িয়া আমরা বর্তমানের অহঙ্কার হইয়া দাড়াইব । সেই দিন সর্বতোভাবে আমাদের উন্নতি হইবে, ধনে মানে যশে আমর। অন্য সুসভ্য জাতিদিগের সমকক্ষ হইতে পারিব।