এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[৭]

 মঙ্গল বুধ ও শুক্র ছাড়া আর সকল গ্রহ অপেক্ষাই পৃথিবী আয়তনে ছোট। এবং এই অষ্ট গ্রহের সমষ্টিতে যে আয়তন হইতে পারে সূর্য্য তাহা অপেক্ষাও বৃহদায়তন। সূর্য্যের পরিবার আবার দুই দলে বিভক্ত। প্রথম নিকটস্থ দল, দ্বিতীয় দূরস্থ দল। সূর্য্য হইতে দূরত্ব অনুসারে পর্য্যায়-


দ্বারা গ্রহগণের গতিবিধি নির্ধারিত করা যায়। ইয়ুরেনস গ্রহটির গতি, জ্ঞাত গ্রহগুলির মাধ্যাকর্ষণের বশবর্তী হইতেছে না দেখিয়া ফরাসী পণ্ডিত লেভিরিয়ে এবং ইংরাজ পণ্ডিত অ্যাডাম্‌স্ ঠিক করিলেন অবশ্য এমন আর একটি অনাবিষ্কৃত গ্রহ আছে যাহার আকর্ষণে ইয়ুরেনসের গতির গণনার ব্যতিক্রম হইতেছে। এই ঠিক করিয়া নেপচুন আবিষ্কৃত হইবার পূর্বেই লেভেরিয়ে এবং অ্যাডামস্ সেই অজ্ঞাত গ্রহটির কক্ষ, ভার, আয়তন সকল স্থির কবেন। পরে নির্ধারিত স্থানে দূরবীণ সংযোগ দ্বারা নেপচুন আবিষ্কৃত হয়। ইয়ুরেনসের ন্যায় বুধের গতিরও এই রূপ অল্প ব্যতিক্রম দেখিয়া লেভেরিয়ে বলেন সূর্যের ও বুধের মধ্যস্থিত কোন অজ্ঞাত গ্রহের আকর্ষণে বুধের গতিকে ঈষৎ অন্যরূপ করিতেছে। সেই অবধি অনেকেই বুধ ও সূর্য্যের মধ্যে একটি গ্রহ কিম্বা ক্ষুদ্র গ্রহমালা আবিষ্কার করিতে যত্ন করিতেছেন। এবং মধ্যে মধ্যে কেহ কেহ এইরূপ আবিষ্কারক হইয়া পড়িতেছেন। কিন্তু বিশেষ চেষ্টাসত্ত্বেও প্রসিদ্ধ কোন জোয়তির্ব্বোত্তার ও এরূপ গ্রহ নয়নগোচর না হওয়ায় বৈজ্ঞানিক জগতে এই আবিষ্ক্রিয়া এখনো গ্রাহ্য হয় নাই।