এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১১ ]
আকর্ষণী শক্তি অতিক্রম করিয়া প্রতি মুহূর্ত্তে গ্রহগণ সরল-রেখাভিমুখে পলায়ন করিতে যত্নশীল। ইহাকেই কেন্দ্রাতিগ গতি বলে। সূর্য্য ক্রমাগত যতই গ্রহদের আপন কেন্দ্রাভিমুখে টানিতেছে গ্রহগণ ততই সেই আকর্ষণকে অতিক্রম করিয়া সরল রেখায় পলাইতে চেষ্টা করিতেছে। কাজেই এই দুই শক্তি-প্রভাবে গ্রহগণ একটি বৃত্তাকার পথে সূর্য্য প্রদক্ষিণ করিতেছে। যদি মুহূর্ত্তের জন্য কখনো কোন গ্রহ আপন গতি শক্তি হারায়, তাহা হইলে অমনি বৃহদায়তন সূর্য্য তাহাকে টানিয়া আত্মসাৎ করিয়া ফেলিবে। উপরের চিত্রটি হইতে গ্রহ দিগের গতি কিয়ৎপরিমাণে বুঝা যাইতে পারে। সূ চিহ্নিত চিত্রটি এ স্থলে সূর্য্য এবং তাহার চতুস্পার্শ্বস্থ বৃত্তাকার রেখাটি পৃথিবীর