এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[১৩]

প্রকারের, সেই জন্য ধূমকেতুর সূর্য্য প্রদক্ষিণ করিতে অনেক বৎসর লাগে, এমন অনেক ধূমকেতু দেখা গিয়াছে যে তাহারা একবার উদয় হইয়াই অমনি একেবারে অদৃশ্য হইয়াছে। ঐ সকল ধূমকেতু সহস্র সহস্র বৎসর পরেও আর ফিরিয়া আসিবে কি না তাহা আজও পর্যন্ত নিশ্চিত হয় নাই। বহুকালব্যাপী জ্যোতিযিক পরীক্ষা দ্বারা দেখা গিয়াছে যে কেবল নয়টি ধুমকেতুর সূর্য্য প্রদক্ষিণ করিবার সময় কিয়ৎ পরিমাণে নিয়মিত। এই নয়টির মধ্যে হ্যালি কর্ত্তক আবিষ্কৃত ধূমকেতু সর্বাপেক্ষা অধিক সময়ে এবং একি কর্ত্তক আবিষ্কৃত ধূমকেতু সাপেক্ষ। অল্প সময়ে একবার সূর্য্য প্রদক্ষিণ করে। প্রথমটি নুয়নাধিক ৭৬ বৎসরে এবং দ্বিতীয়টি নানাধিক ৩ বৎসরেই এক একবার উদিত হয়। ইহা ছাড়া অনেক ধূমকেতু এত বহু সহস্র বৎসরে সূর্য্য প্রদক্ষিণ করে যে আমাদের নিকট তাহা যুগযুগান্তর জ্ঞান হয়। ১৮৪৪ খৃষ্টাব্দে যে ধূমকেতুটি উদিত হইয়াছিল তাহার সূর্য্য-প্রদক্ষিণ-সময় এক লক্ষ বৎসর নির্দ্ধারিত হইয়াছে। ধূমকেতুর কক্ষ যেমন গ্রহগণের অপেক্ষা ভিন্ন তেমনি অন্যান্য বিষয়েও গ্রহগণ হইতে ধূমকেতু ভিন্ন। ধূমকেতুর গুরুত্ব অতি অল্প; এমন কি অনেক বাষ্প অপেক্ষাও ইহা লঘু। ধুমকেতু লম্বায় সহস্র সহস্র ক্রোশ হইলেও উহাকে স্বচ্ছন্দে একটা বড় বোতলে ধরিয়া রাখা যায়।