পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ぬ●● হন। তাহার পর আমীরগণ দামোদর পার হইয়া কতলুর দমনে অগ্রসর । হন । কতদুপরিখাবেষ্টিত হইয়া আপনার শিবিরে অপেক্ষা করেন। বাহাদুর খাঁ কতক সৈন্যসহ অন্ত স্থানে অবস্থিতি করিতেছিল। সে সাদিক খাঁ, সকুলী খাঁ প্রভৃতি কর্তৃক আক্রান্ত হইয়া পলায়ন করে, ও কতলুর নিকট উপস্থিত হয়। আমীরগণ তাহার পশ্চাদ্ধাবন করিয়া কতলুর শিবির সম্মুখে উপস্থিত তষ্টয়া উচ্চস্থান হইতে গোলা বর্ষণ আরম্ভ করিলে, কতলু পলায়ন করিয়া উড়িষ্যার আরণ্য প্রদেশে আশ্রয় গ্রহণ করেন। ইহার পর ওয়াজীর খাঁ ও মানসিংহের সহিত কতলুর সংঘর্ষ উপস্থিত হইয়াছিল। তাহারই পর কতলুব দেহাবসান ঘটে। কতলুর গর ইশা খাঁ তাহার পর ওসমান আফগানদিগের নেতৃত্ব গ্রহণ করেন। আমরা পূৰ্ব্বে উল্লেখ করিয়াছি যে, কতলু খ ও ইশা খাঁর সহিত বিক্রমাদিত্য ও বসন্তরায়ের অত্যন্ত সৌহাৰ্দ্ধ ছিল। কতলু ও বিক্রমাদিত্য দায়ুদের বিশ্বস্ত কৰ্ম্মচারী ছিলেন। যে সময়ে কতলু পুরী ও উড়িষ্যা পরিত্যাগ করিয়া দাযুদের নিকট উপস্থিত হন, সেই সময়ে উড়িষ্যাবাসিগণ আবার কিছু দিন স্বাধীনতা অবলম্বন করিয়াছিল। কতলু তাহাদিগের দমনে সৰ্ব্বদা ব্যাপৃত ছিলেন। আবার মোগলদিগের সহিতও তাহাকে অবিরত যুদ্ধ করিতে হইত। এই সময়ে বিক্রমাদিত্যের মৃত্যু হওয়ায় প্রতাপাদিত্য স্বীয় পিতৃবন্ধু কতলু খার সাহায্যের জন্ত উড়িষ্যায় উপস্থিত হন । * কতলুর সাহায্যের জন্ত ঈহাকে উড়িষ্যাবাসিগণের ও মোগল সৈন্তের বিরুদ্ধে অস্ত্র ধারণও করিতে হইয়াছিল। প্রতাপের স্বাধীনতা প্রকাশের প্রথম দৃষ্টান্ত আমরা এই স্থানে প্রাপ্ত হই । এই উপলক্ষে প্রতাপ উড়িষ্যায় গমন করিয়া বসন্তরায়ের অনুরোধে . . বিশ্বকোষের প্রতাপাদিত্য প্রবন্ধে প্রতাপ মানসিংহের সাহায্যের জন্ত উড়িবায় গিয়াছিলেন ফলিয়া লিখিত আছে। কিন্তু তাহার কোন প্রমাণ পাওয়ায়ায় না।