পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

` ෆH বসন্তরায়ের বংশধরগণ সে কথা স্বীকার করেন না। র্তাহারা বলেন যে, গোবিন্দদেব বরাবরই র্তাহীদের নিকট অবস্থিতি করিতেছেন। সম্প্রতি তাহার অন্তধান ঘটিয়াছে। প্রতাপাদিত্যের স্বাধীনতাপ্রকাশের প্রথম পরিচয় উড়িষ্যায় প্রদশিত হয়, এ কথা আমরা পূৰ্ব্বে উল্লেখ করিয়াছি। কিন্তু তাহারই অব্যবহিত পরে ইহার প্রকৃত পরিচয় প্রাপ্ত হওয়া যায়। প্রতাপ স্বাধীনতার রসস্বাদ করিয়া তাহাকে ভুলিতে পারেন নাই। সেইজন্ত তিনি উড়িষ্য হইতে প্রতিনিবৃত্ত হইয়া আপনাকে স্বাধীন ভূ ইয়। বলিয়া ঘোষণা করেন । সে সময়েও আজিম খা বাঙ্গলার সুবেদাররূপে শাসনকার্য্য পরিচালন করিতে, ছিলেন। প্রতাপকে বাদসাহের বিরুদ্ধে অভু্যথিত হইতে দেখিয়া আজিমখা তাহার প্রতিকারে মনোনিবেশ করেন। তিনি পূৰ্ব্ব হইতে কতলু খার সহিত প্রতাপের যোগদানের বিষয় জ্ঞাত হইয়াছিলেন। এক্ষণে স্বয়ং তাহাকে স্বাধীন ভাবে বাদ সাহের বিরুদ্ধাচরণ করিতে দেখিয়া আজিম তাহার দমনে সচেষ্ট হন । রামরাম যস্ব মহাশয় বলেন যে, অবিরাম খ বাহাদুর নামে একজন পঞ্চহাজারী মন্সযদার প্রথমে প্রতাপের বিরুদ্ধে প্রেরিত হন, এবং তিনি প্রতাপের সহিত যুদ্ধে নিহতও হইয়াছিলেন। আলোচনার দ্বারা স্থির হয় যে, ইহার মধ্যে কিছু কিছু ঐতিহাসিক সত্য · বিদ্যমান আছে । বস্তু মহাশয় যে সেনাপতিব নামেল্লেখ করিয়াছেন, তাহার নাম সেখ ইব্রাহিম । ইনি ফতেপুর শিক্রির সুপ্রসিদ্ধ ফকার সেথ সেলি মের ভ্রাতুপুত্র। এই সেলিমের নামানুসারে আকবরের জ্যেষ্ঠ পুত্র সেলিমের নামকরণ হয় । সেখ ইব্রাহিম দোহাজারী মন্সবদার ছিলেন । তিনি আজিম থার অধীনে বাঙ্গল ও বিহারের বিদ্রোহদমনে উপস্থিত ছিলেন, এবং ওয়াজির ধার সহিত কতলুর বিরুদ্ধে যুদ্ধযুত্রও করিয়া মোগল সৈন্তের সহিত বিবাদারম্ভ, ইব্রাহিমৰ্থ ।