পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ev ছিলেন । * আজিম খার সহিত বাঙ্গলায় উপস্থিত থাকার জন্ত আমরা অনুমান করি যে, সেখ ইব্রাহিমই প্রথমে প্রতাপের বিরুদ্ধে প্রেরিত হইয়াছিলেন, এবং তিনিই বসু মহাশয়ের উল্লিখিত অবিরাম খাঁ বাহাদুর। এই সময়ে প্রতাপাদিত্য নববলে বলীয়া হইয়া মোগল বাহিনীর সন্মুখীন হইতে কিছুমাত্র দ্বিধা বিবেচনা করেন নাই। ইব্রাহিম খাঁ এই স্বাধীনতাপ্রিয় বাঙ্গালী ভূইয়াকে পরাজিত করিবার জন্য চেষ্টা করিয়াছিলেন, কিন্তু কৃতকাৰ্য ন হইয়া প্রতিনিবৃত্ত হইতে বাধ্য হন। বিজয়লক্ষ্মী প্রতাপের মস্তকে আশীৰ্ম্মাল্য নিক্ষেপ করেন । বসুমহাশয় লিখিয়াছেন যে, যশোর রাজধানীর নিকট মেীতলায় এই যুদ্ধ হইয়াছিল, এবং সেই যুদ্ধে ইব্রাহিম বা আবরাম নিহত হইয়াছিলেন। মেীতলার যুদ্ধে ইব্রাহিমের মৃত্যু সংঘটিত হওয়া প্রকৃত নহে। ইব্রাহিম খাঁ ইহার অনেক পরে মৃত্যুমুখে পতিত হন। { উত্তরোত্তর প্রতাপের পরাক্রম বৰ্দ্ধিত হইতেছে দেখিয়া আজিম খ স্বয়ং তঁহাকে দমন করিতে কুতসংকল্প হন । প্রতাপও তাহাকে যথাসাধা বাধা প্রদান করিতে সচেষ্ট হইয়াছিলেন । ཨ"ཟླ་ ༢།༣ গাং উভয়ের সংঘর্ষ উপস্থিত হইলে, সেই দুৰ্দ্ধৰ্ষ মোগল সংঘর্ষ । সেনাপতির নিকট প্রতাপকে পরাজিত হইতে হয় । বহুসংখ্যক আমীর ও অগণ্য মোগল সৈন্ত লইয়া আজিম খা প্রতাপকে আক্রমণ করায় প্রতাপ তাহার বেগ সহ করিতে পারেন নাই । তিনি

  • “In the 28th. year, he (Shaikh Ibrahim ) served with distinction under M. Aziz Koka in Bihar and Bengal. and was with Vazir Khan in his expedition against Qutlu in Orisa.” (Blochmann's Ain-i-Akbari P. 403 ) আজিজকোকাই আজিম খা, (৮৫ ) টিল্পনী দেখ ।

• + ( ve ),७ ( v१) मिनौ cमथ t