পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

δοθ' -রায়ই বৰ্ত্তমান যশোর বা চাচড় রাজবংশের আদিপুরুষ । ঘটককারিকায় লিখিত আছে যে, জাহাঙ্গীর আজিম খাকে প্রেরণ করিয়াছিলেন, এবং প্রতাপের সহিত যুদ্ধে আজিম নিহত হন । * কিন্তু ইহ ঐতিহাসিক সত্য -নহে। আজিম খা যে আকবরের রাজত্বকালে ১৫৮২ হইতে ১৫৮৪ পৰ্য্যন্ত বাঙ্গলার সুবেদার নিযুক্ত হইয়াছিলেন, ইহা সকল ইতিহাসে দেখিতে পাওয়া যায়। এই সময়েই প্রতাপাদিত্যের সহিত তাহার সংঘর্ষ উপস্থিত হইয়াছিল। চাচড় রাজবংশের প্রাচীন কাগজপত্র হইতেও তাহা বিশেষরূপে প্রমাণিত হইয়া থাকে । সুতরাং তিনি যে জাহাঙ্গীরের আদেশে বাঙ্গলায় আগমন করেন নাই, ইহা নিসংশয়রূপেই বলা যাইতে পারে, এবং প্রতাপের সহিত যুদ্ধে তিনি যে নিহত হন নাই, ইহারও যথেষ্ট প্রমাণ আছে। আজিম বাঙ্গল পরিত্যাগ করার পর আকবরের ও জাহাঙ্গীরের রাজত্বকালে নানা স্থানে নানা কাৰ্য্যে নিযুক্ত হইয়াছিলেন জাহাঙ্গীরের রাজত্বের উনবিংশতম বৎসরে হিজরী ১০৩৩ বা ১৬২৩-২৪ খৃঃ অব্দে তাহার মৃত্যু হয়। f ঘটককারিকার সমস্ত বিবরণ সত্য ন হইলেও তাহা হইতেও স্পষ্ট বুঝা যাইতেছে যে, আজিমের সহিত প্রতাপের সংঘর্ষ উপস্থিত হইয়াছিল। প্রতাপের রাজ্যের পূৰ্ব্বোত্তরভাগে সম্ভবতঃ এই সংঘর্ষ উপস্থিত হয়। that Azim khan, who was one of Akbar's great generals, deprived . Pratapaditya of some of his pergunnahs, for four of them were ! bestowed upon the raja's ancestor.” (Westlands Jessore...)

  • সংবাদমশিবং শ্রীত্ব। জাহাঙ্গীরোমহীপতিঃ ।

প্রেষয়ামাস সেনান্তমজিমখানসংজ্ঞকং ॥ বিংশসহস্র সৈন্তানি ঘাতয়িত্ব ক্ষশং তদা। আজিমং পাতয়ামাস তীব্রাঘাতেন ভূতলে" (মু ৩-৬ পৃঃ) + M. Aziz died in the 19th Year ( 1033) at Ahmadabad. -( Blochmann) • g -