পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> >○ উপস্থিত হইতেন । সেই সময়ে বঙ্গ দেশে নূতন বৈষ্ণব ধৰ্ম্ম প্রচারিত হওয়ায় অনেক পদকৰ্ত্ত পদলহরী রচনা কবিয়া খ্যাতি ও পুণ্য অর্জন করিয়া গিয়াছেন । এই সমস্ত পদকৰ্ত্তাদের মধ্যে গোবিন্দদাস নামে দুই এক জনের নাম অবগত হওয়া যায়। তৎকালে গোবিন্দদাস নামে একাধিক পদকৰ্ত্তার পদলহরী বাঙ্গলার পল্লীতে পল্লীতে গীত হইত। প্রতাপাদিত্যের সভায় এইরূপ একজন গোবিন্দদাসের উপস্থিতির কথা জানা যায় । তাহার পদের ভণিতায় প্রতাপাদিত্যের নামোল্লেখ আছে । * কিন্তু তাহার সম্পূর্ণ পরিচয় আমবা অবগত নহি । এইরূপ অনেক পণ্ডিত ও পদকৰ্ত্ত প্রতাপাদিত্যেব সভায় উপস্থিত হইতেন । প্রতাপ ক্রমে ক্রমে শক্তি সঞ্চয় করিয়া পুনৰ্ব্বার স্বাধীনতা প্রকাশের জষ্ঠ সচেষ্ট হন । কিন্তু তাহার এরূপ স্বাধীনতা প্রকাশে বসন্তরায় সস্তুষ্ট হইতেন না । বসন্তরীয় প্রতাপকে অত্যন্ত স্নেহ করতেন , এমন কি, তিনি আপনার পুত্ৰগণ অপেক্ষা প্রতাপকে প্রিয়তর জ্ঞান করতেন। প্রতাপ কিন্তু বিক্রমাদিত্য জীবিত থাকার সময হইতেই তাহার প্রতি বিদ্বেষভাব পোষণ করতেন । বসন্তরায়ের প্রাধান্য র্তাহার অসহ বলিয়া বোধ হইত। বিশেবতঃ বসন্তরায়ই প্রতাপের আগরাগমনের একমাত্র কারণ এই মনে করিয়া তিনি তাহাকে আপনার শত্রু বিবেচনা করেন, ও তাহার শক্রতাচরণে প্রবৃত্ত হন। সেই জন্ত আগরা হইতে তাহার ও স্বীয় পিতা বিক্রমাদিত্যের নামের পরিবর্তে প্রতাপ নিজের নামে সনন্দ লইয়া আসেন। ক্রমে প্রতাপের বিদ্বেষভাব বৰ্দ্ধিত হইতে থাকিলে, বসন্তরায়ের স্নেহও শিথিল হইতে আরম্ভ হয় । বিক্রমাদিত্য তাহা বুঝিতে পারিয়া, যশোর-য়াজ্য - উহাদের মধ্যে বিভাগ করিয়া দেন। প্রধানতঃ বসন্তরায়ের রাজ্য বসন্তরাযের প্রতি বিদ্বেষবৃদ্ধি।

  • প্রতাপআদিত ও রসে ভীমিত দাসগোবিন্দগান ।