পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> X > তিনি যে নিতান্ত দুগ্ধপোষ্য শিশু ছিলেন না, তাহাও বুঝিতে পারা যায় ; কারণ ক্ষিতীশবংশাবলীচরিত ও ঘটককারিকায় তাহার কচুবনে রক্ষার বিষয় হইতে জানা যায় যে, তিনি কিছু বয়ঃপ্রাপ্ত হইয়াছিলেন । ৮ মৃতরাং আমরা তৎকালে র্তাহার দ্বাদশ বৎসর বয়সই অনুমান করিয়া থাকি । অথবা দ্বাদশ বৎসরের সময় তিনি আগবায় গমন করেন। কিন্তু তখন আকবর জীবিত ছিলেন, তাহীর অনেক পরে তিনি জাহাঙ্গীরের দরবায়ে উপস্থিত হন। তাহা হইলে ১৬০২ খৃঃ অব্দের অনেক পূৰ্ব্বে যে বসন্ত রায়ের হত্যা সম্পাদিত হইয়াছিল, ইহাই অনুমিত হইয়া থাকে। কচুরায় ঈশাখার নিকট পলায়ন কবিয়া অবস্থিতি করেন । এই ইশার্থ সুপ্রসিদ্ধ কতলু খাঁর অমাত্য ও স্ববংশীয়। ইশাখ ১৫৯০ হইতে ১৫৯২ খৃঃ অদ পর্যন্ত উড়িষ্যায় কর্তৃত্ব করিয়াছিলেন। ১৫৯২ খৃঃ অব্দে তাহার মৃত্যু হয় । তাঙ্গ হইলে ১৫৯২ খৃঃ অব্দের পূৰ্ব্বে যে কচুরায় ইশাখার নিকট অবস্থিতি কবিয়াছিলেন, ইহা স্বীকার করিতে হয়। সুতরাং তাহার পূৰ্ব্বেই বসন্ত বায়ের হত্যা ঘটিয়াছিল বলিয়া অনুমিত হইয়া থাকে। কেহ কেহ পূৰ্ব্ব বঙ্গের ইশাখার নিকট কচুরায়ের অবস্থিতির কথা বলিয়া থাকেন, আমরা কিন্তু তাহা স্বীকার করি না । তাহা হইলেও উক্ত ইশাখার ১৬০০ খৃঃ অব্দে মৃত্যু হওয়ায় তৎপূৰ্ব্বে বসন্ত রায়ের হত্য স্থির করিতে হয়। আবার ১৫৮৬ খৃঃ অব্দে বসন্ত রায় বিদ্যমান ছিলেন বলিয়া অনুমান হয়। কারণ বালফ ফিচ, সে সময়ে বঙ্গদেশে উপস্থিত হইয় প্রসিদ্ধ ভূ ইয়াগণের বিষয় উল্লেখ করিয়াছেন ; অথচ প্রতাপাদিত্যের কোন কথা তাহার বিবরণ

  • “তম্বংশে তস্নিহতপিত্রাদিশ্বজনঃ একঃ শিশুঃ পলায়নপরে ধাত্র্য কচ্চীষনে বক্ষিতঃ I” (ক্ষিতীশবংশাবলীচরিত)।

"অসৌ কচীবন প্রাস্তে রাজপত্ন্যা সুরক্ষিত: ” পলায়নপর ও কচ্চীবন প্রাস্তুে মুরক্ষিত কথা হইতে র্তাহার বয়ঃপ্রাপ্তির বিষয়ই বুঝায়।