পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> &o হইতে জানা যায় না। ফিচ, হিজলীতে উপস্থিত হইয়াছিলেন । অথচ জেমুইট পাদরীগণের সময় যে চ্যাণ্ডিকান বা সাগরদ্বীপ বাঙ্গলাব একটি প্রসিদ্ধ স্থান বলিয়া কথিত হইত, ফিচ, তথায় আগমন বা তাঙ্গর নামোল্লেখ পর্যন্ত করেন নাই, এবং যশোর রাজ্যের বিবরণও তাহার বর্ণনা হইতে জানা যায় না। ইহাতে বোধ হয় যে, তখনও পর্যন্ত যশোর দুই ভাগে বিভক্ত থাকায়, এবং প্রতাপাদিত্য একচ্ছত্র রাজা না হওয়ায়, ও চ্যাশুিকান বা সাগরদ্বীপ প্রাধান্য লাভ ন করায়, ফিচের নিকট তাহাদের ংবাদ পৌছে নাই । কাজেই অনুমান করিতে হয় যে, সে সময়ে বসন্ত রায় বিদ্যমান ছিলেন। তাহা হইলে ১৫৮৬ খৃঃ অব হইতে ১৫৯২ অব্দের মধ্যে কোন সময়ে বসন্তরায়েল হত্য সম্পাদিত হইয়াছিল বলিয়া স্থির করিতে হয়। ১৫৯০ হইতে ১৫৯২ পর্য্যন্ত ইশাখার প্রভূত্ব সময়ে তাহা ঘটয়াছিল বলিয়া স্থির করাই যুক্তিযুক্ত । - বসন্ত রায়ের হত্যাব পর প্রতাপাদিত্য র্তাহার বংশ নিৰ্ম্মল কবিতে প্রবৃত্ত হন। সৰ্ব্বপ্রথমে বসন্তবায়ের জ্যেষ্ঠপুত্র গোবিন্দ বায় তাহার হস্তে নিহত হন । রাম রাম বস্থ মহাশয় বলেন যে, বসন্ত বায়কে হত্যা করিতে অগ্রসর হইলে, গোবিন্দ রায় ধনুৰ্ব্বাণ হস্তে প্রতাপাদিত্যের অনুসরণ করেন ; কিন্তু তাহার লক্ষ্য ব্যর্থ হওয়ায়, প্রতাপ তববাবিব আঘাতে গোবিন্দরায়কেও নিপাতিত করিয়াছিলেন । তাহার পর প্রতাপ গোবিন্দ রায়ের গর্ভবতী স্ত্রীর মস্তকচ্ছেদন করেন বলিয়া বস্ব মহাশয় উল্লেখ করিয়া থাকেন। প্রতাপ অত্যন্ত নিষ্ঠুরতার পরিচয় প্রদান করিলেও একপ ভয়াবহ কাৰ্য্য করিয়াছিলেন বলিয়া বোধ হয় না। কুলাচাৰ্য্যগণ বলেন যে, বসন্তের দুই পুত্র গোবিন্দ ও চন্দ্র উভয়ে প্রতাপাদিত্যের হস্তে নিহত হন । বসন্তরায়ের অন্যান্ত পুত্রের মধ্যে সকলে সে সময়ে উপস্থিত ছিলেন কি না, জানা যায় না। বহু কচুরায় ।