পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S R 8 বিভক্ত হইয়া যায়। * সুতরাং হিজলীর মসনদ আলি বংশে ইশা খা নামে যে কেহ বিদ্যমান ছিলেন না, উহা সুস্পষ্ট রূপেই বুঝা যাইতেছে। কচুরায় যাহার নিকট অবস্থিতি করিয়ছিলেন, তিনি যে ইশা খাঁ লোহানি সে বিষয়ে কিছুমাত্র সন্দেহ নাই। আমরা পূর্বে উল্লেখ করিয়াছি যে, লোহানী বংশীয়দের সহিত বিক্রমাদিত্য ও বসন্তরায়ের অত্যন্ত সৌহাৰ্দ্দ ছিল । বিক্রমাদিত্য কতলু খাঁর সহিত দায়ুদের পাশ্বচর রূপে অবস্থিতি কবিতেন। এইজষ্ঠ কতলুর সাহত র্তাহার প্রগাঢ় বন্ধুত্ব স্থাপিত হয় । ইশা খাঁ কতলুব স্ববংশীয়, এবং তাহার অনুচর ছিলেন ; সুতরাং তাহার সহিত যে বসন্তরায়ের বিশেযরূপ বন্ধুত্ব স্থাপিত হইয়াছিল, ইহা অনায়াসে অনুমান করা যাইতে পারে। দায়ুদের পতনের পর যে সময়ে কতলু উড়িয়া ও পশ্চিম বঙ্গের একাধীশ্বর হইয়াছিলেন, সে সময়ে ইশ থাকে উড়িষ্যার জমাদাররূপে দেখিতে পাওয়া যায় ৷ { তি,ন ক তলুর অধীনে উ.ড়ব্যাব জমাদারী পদে বৃত হন। তাহার পর ১৫৯০ খৃঃ অব্দে কতলুর মৃত্যু হইলে ইশা তাহার অমাত্যস্বরূপে কতলুর পুত্রগণকে লইয়া মানসিংহের নিকট উপস্থিত হন ও বাদসাহের সহি ত সন্ধি স্থাপন করেন । তাহার পর হইতে তিনি আফগানগণের নেতৃস্বরূপে উড়িয্যায় আধিপত্য বিস্তার করিয়াছিলেন। ; দুই বৎসর

  • Hunter's Statistical Account of 24 Perganas and Sundatbans.

+ “Todar Mail and Cadiq Khan followed Macum-i-Kabuli to Behar. Macum made a fruitless attempt to defeat Cadiq Khan in a sudden night attack but was obliged to retreat, finding a ready asylum with Isa Khan, zemindar of Orisa.” (Blochmann's Ain-i-Akbari. P. 322.) f “In the time of Khan-Khanan Munim Khan afid Khan Jahan. a large portion of this country ( Orissa ) had been brought under