পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృVDసె নগর তাহাও অস্বীকার করিবার উপায় নাই। বিক্রমাদিত্য ও প্রতাপাদিত্যের সময় তাহাদিগের রাজ্য যশোর রাজ্য নামেই অভিহিত হইত । তাহার চাদ খা নাম কদাচ শুনা যায় না। দিগ্বিজয়প্রকাশ ও ভবিষ্য পুরাণে তাহাকে যশোরদেশ বলিয়াই উল্লেখ করা হইয়াছে। • সুতরাং কোন কালে যে তাহার চাদ খা নাম ছিল, তাহাব কোনই প্রমাণ পাওয়া যায় না, এবং চাদ খাঁর সহিত চ্যাণ্ডিকানের সামান্ত উচ্চারণসাদৃপ্ত ব্যতীত অভিন্নতার আর যে কোন প্রমাণ আছে, তাহও বুঝা যায় না। এরূপ স্থলে ধূমঘাট বা চাদ খাকে চ্যাণ্ডিকান বলা যাইতে পারে না । তদ্ভিন্ন ছাণ্ডিকানের অবস্থিতির মুম্পষ্ট প্রমাণ আছে। এক্ষণে চ্যাণ্ডিকান কোথায় তাহাই আলোচিত হইতেছে । আমরা যত দুর আলোচনা করিয়াছি, তাহা হইতে এইরূপ স্থির হয় যে, সাগরদ্বীপকে তাৎকালিক ইউরোপীয়গণ চাণ্ডিকান নামে অভিহিত করতেন। তৎসম্বন্ধে প্রথম প্রমাণ এই যে, সার টমাস রোর মানচিত্রে চ্যাণ্ডিকানকে একটি দ্বীপরূপে অঙ্কিত ও লিখিত দেখা যায়, এবং তাহাকে গঙ্গার মুথে ও এঞ্জিলি বা হিজলীর নিকট নির্দেশ করা হইয়াছে। f বেভারিজ সাহেব কোন মানচিত্রে চ্যাণ্ডিকানের উল্লেখ দেখেন নাই বলিয়া লিপিয়াছেন। ; কিন্তু সৌভাগ্যক্রমে আমরা সারটমাস রোর মানচিত্রেই তাহার উল্লেখ পাইয়াছি। সার টমাস রোর মানচিত্র তাহার সহচর বেসিন কর্তৃক অঙ্কিত হয়। ৪

  • "উপবঙ্গে যশোরাদিদেশাঃ কাননসংযুতাঃ” দিগ্বিজয় প্রকাশ “যশোর দেশ বিষয়ে” ভবিষাপুরাণ । + সার টমাস রোর মানচিত্র দেখ, মুল মানচিত্রে ‘Ile de Chandefcan' লিখিত আছে ।

f “Chandeican does not appear to be marked on any of the old maps.” (Beveridge) . S >* - e Hira Glasgow g8 5 University3 publisher James *ke