পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

°8● এতদ্ভিন্ন সামুয়েল পাশ চ্যাণ্ডিকানকে গঙ্গার মোহনায় অবস্থিত বলিয়া উল্লেখ করিয়াছেন, এবং গঙ্গার জলে কুম্ভীর ও স্থলে ব্যান্ত্রের কথাও লিখিতে বিস্তৃত হন নাই। ধ্রু সুতরাং হিজলীর নিকট গঙ্গার মোহনাস্থিত দ্বীপ সাগরদ্বীপ ব্যতীত তার কি হইতে পারে ? বৰ্ত্তমান সাগরদ্বীপের পূৰ্ব্বে কি নাম ছিল তাহ অবগত হওয়া যায় না। যেখানে সমুদ্রের সহিত গঙ্গার মিলন হইয়াছে তাহাকে গঙ্গাসাগর কহে। পূৰ্ব্বেও তাহা গঙ্গাসাগর নামে অভিহিত হইত। সেই জন্য কেহ কেহ সাগরদ্বীপকে পূৰ্ব্বে গঙ্গাসাগর বলিয়া উল্লেখও করিয়াছেন। ৭ যে স্থানে গঙ্গা সমুদ্রের সহিত মিলিত হইয়াছেন, সেই স্থান চিরকাল গঙ্গাসাগর নামে প্রসিদ্ধ। পদ্মপুরাণ প্রভৃতি হইতে তাহকে গঙ্গাসাগর বলিয়াই জানা যায়। কিন্তু এক্ষণে যাহাকে সাগরদ্বীপ কহে, সেই সমস্ত দ্বীপকে পূৰ্ব্বে গঙ্গাসাগর দ্বীপ বলিত কি না জানা যায় না, এবং তাহার তাৎকালিক অবস্থান আধুনিক অবস্থান হইতে যে কিছু বিভিন্ন ছিল তাহারও অনুমান হইয়া Lehose and Goas orofoo Purchas his Pilgrimes SNLA চতুর্থ খণ্ডে উক্ত wfassàto “Sir Thomas Roe's Map of East India" aftal Sto zool zëritg | sitta Hakluyt Societyz --Ffas The Fmbassy of Sir Thomas Roe Hixo so faşā dòe of Atasöðto “William Buffin's Map of Hindustan” oil &#to

  • “The king of Chandecan (which lyeth at the mouth of Ganges) caused &c.”

“This River hath in it Crocodiles, which by water are no lesse dangerous then the Tygors by land, and both will assault men in their Ships. (Parcha) হিজলীও পূৰ্ব্বে দ্বীপ ছিল, ক্রমে তাহা মূল ভূভাগে সংযুক্ত হয়। তাহাকে পুর্বে ইঞ্জিলি বলিত । + “There is in Ganges a place called Gangasagie, that is, the entrie of the Sea.” (Parcha.) “About 40 years since when Ye called Ganga Sagar” (Hedge's Diary 1683.)