পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S 8S থাকে। তাহার সাগরদ্বীপ নামকরণ সপ্তদশ শতাব্দীর শেষভাগ হইতে যে হইয়াছিল ইহারও প্রমাণ পাওয়া যায় । * ষোড়শ শতাব্দীর শেষভাগে ও সপ্তদশ শতাব্দীর প্রথমভাগে তাহার কি নাম ছিল, তাহা মুম্পষ্টরূপে জানিবার উপায় নাই। কিন্তু পটুগীজগণ তাহাকে চ্যাণ্ডিকান নামেই অভিহিত করিতেন। চ্যাণ্ডিকান যে সাগরদ্বীপ, তাহার আর একটি প্রমাণও আছে। আমরা পূৰ্ব্বে দেপাইয়াছি, যে চ্যাণ্ডিকানাধিপতিই প্রতাপাদিত্য। প্রতাপাদিত্যকে প্রাচীন গ্রন্থকারগণ সাগরদ্বীপের শেষরাজা বলিয়া উল্লেখ করিয়াছেন। রমরম বস্তু মহাশয়েব গ্রন্থের উপরিভাগে তাহাই লিখিত ছিল । আমরা কিন্তু তাহার রচিত প্রতাপাদিত্য চরিত্র যে কয়খানি পাইয়াছি, তাহার সদর পৃষ্ঠা নাই। সে কয়খনিষ্ট বাধীন। কিন্তু ১৮৫০ খৃঃ অব্দে কলিকাতা রিভিউতে প্রাচীন বঙ্গল সাহিত্য ও সংবাদপত্র নামক প্রবন্ধে উক্ত গ্রন্থকে ‘রাজা প্রতাপাদিত্যের বা সাগরদ্বীপের শেষ রাজার চরিত্র বলিয়া উল্লেখ করা হইয়াছে হরিশ্চন্দ্র তর্কলঙ্কার তাহাকে নব্য বাঙ্গলীয় রূপান্তরিত করির রাজা প্রতাপাদিত্য চরিত্র নামক যে গ্রন্থ প্রকাশ করেন, তাহলেও সদব পৃষ্ঠায় ইংরেজীতে “রাজা প্রতাপাদিত্য বা সাগরদ্বীপের শেষ রাজার বিবরণ’ : বলিয়া উল্লেখ করিয়াছেন। ১৮৬৮ খৃঃ অব্যেয় ডিসেম্বর মাসে এসিয়াটক সোসাইটর অধিবেশনে রেভারেও লংসাহেব তর্কালঙ্কার মহাশয়ের গ্রন্থের উল্লেখ করিয়া বলেন যে, তাহার মূল গ্রন্থে প্রতাপাদিত্যের জীবন চরিতকে সাগরদ্বীপের

  • হেঞ্জেসের উপরোক্ত উক্তিই তাহার প্রমাণ ।

+ “The life of Raja Pratapaditya ‘the last king of Sagar'. published in 1801 at Serampur.” r

“The History of Raja Pratapaditya, ‘the last king of Satgar Island.” * -