পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४88 মায়াপুর হইতে পালমাইয়া করিয়াছেন, সেইরূপ চাদ খ। বা চণ্ডিকা হইতে চ্যাণ্ডিকান করিয়াছিলেন কি না তাহ আমরা অবগত নহি । প্রতাপাদিত্যের রাজধানীর অপর নাম যেমন ঈশ্বরীপুর ছিল, তেমনি তাহার অন্ততম প্রধান আবাসস্থান সাগরের চণ্ডিকা নাম ছিল কি না, তাহাও বিবেচ্য। অথবা পটু গীজেরা যেমন গঙ্গাকে চ্যাবেরিস * বলিতেন, সেইরূপ গঙ্গাসাগরের যে চ্যাশুিকান নামকরণ করিয়াছিলেন ইহাও বলা যাইতে পারে। ফলতঃ সে বিষয়ে আমরা কোন সিদ্ধান্তেই উপনীত হইতে পারি না। এক্ষণে জিজ্ঞাস্ত হইতে পারে যে, সাগরদ্বীপে প্রতাপাদিত্যের অন্ততম আবাসস্থান থাকিলে, এক্ষণে তাহাতে কোনই চিহ্ন দেখা যায় না কেন ? তদুত্তরে এইমাত্র বলা যায় যে জলপ্লাবনে তাহার অধিবাসিগণের বাসস্থানের চিহ্ন বিধৌত হইয়া গিয়াছে। ইহা পূৰ্ব্বেও উল্লিখিত হইয়াছে, এবং তাহার পূর্ব অধিবাসিগণের বাসচিহ্ন যে মধ্যে মধ্যে আবিষ্কৃত হইয়াছে, তাহারও উল্লেখ করা গিয়াছে। + সপ্তদশ শতাব্দীর শেষভাগেও তাহ বাসের উপযোগী ছিল । এজন্ত ইংরেজের তথায় একটি দুর্গ নিৰ্ম্মাণের ইচ্ছা করিয়াছিলেন। ঃ সে সময়েও তথায় কতকগুলি মন্দির অবস্থিত ছিল। $ ফলতঃ সাগরদ্বীপে পূৰ্ব্বে যে লোকজনের আবাসস্থান ছিল, তাহাতে সন্দেহ নাই। প্রতাপাদিত্য

  • Chaberis.

+ উপক্ৰমণিকা ৩৮ ও ৪১ পৃঃ । f “Company's affairs will never be better, but always grow worse and worse with continual patching, till they resolve to quarrel with these people, and build a Fort on ye Island Sagar at the mouth of this river.” (Hedge's Diary.) § “We went in our Budgeros to see ye Pagodas at Sagar.” . { (Hedges.)