পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ 85 স্থিত হন। সনদ্বীপ আরাকানরাজ কর্তৃক আক্রান্ত হইলে পটুগীজের শ্ৰীপুর, বাকল ও চ্যাণ্ডিকানে গমন করে। কার্ভালো প্রথমে শ্ৰীপুর, তাহার পর চ্যাণ্ডিকানে উপস্থিত হয়। পাদরীরা ও চ্যাণ্ডিকানে উপস্থিত হইয়াছিলেন। সাগরদ্বীপে অবস্থিতি করার পূৰ্ব্বে কার্ভালো গুলো বা হুগলীতে গমন করেন। * তথায় মোগলদিগের একটি দুর্গে ৪০০ সৈন্ত অবস্থিতি করিত। কার্ভালো অল্পসংখ্যক পটু গীজের সহিত তাহাদিগকে আক্রমণ করিলে, একজন ব্যতীত তাহাদের সকলে নিহত হয়। ইহাতে কার্ভালোকে সমস্ত বঙ্গদেশে অত্যন্ত সাহসিক বলিয়া প্রচার করে। গুলোবন্দর অধিকার করিয়া কার্ভালো সনদ্বীপ অধিকারের জন্ত আপনার জাহাজাদির সংস্কার করিতেছিলেন । এই সময়ে আরাকানরাজ সনদ্বীপ অধিকার করিয়া বাকলা অধিকার করিলে, যশোর রাজ্যের প্রতিও তাহার দৃষ্টি নিপতিত হয়। প্রতাপাদিত্য র্তাহাকে সন্তুষ্ট করার জন্ত কার্ভালোকে । ধৃত করার ইচ্ছা করেন, এবং তঁহাকে আহবান করিয়া পাঠান। কার্ভালেী তিনখানি সুসজ্জিত রণতরি ৫০ খানি জেলিয়া ও একদল সৈন্ত্যের সহিত উপস্থিত হইলে, রাজা তাহার প্রতি সমাদর প্রদর্শন করিয়! তাহাকে থেলাত প্রদান করেন এবং সত্বরই আরাকানরাজের বিরুদ্ধে যাত্রা করিবেন বলিয়া আশ্বাস দেন। কিন্তু ১৫ দিন অতিবাহিত হইলেও তাহার কোনই আয়োজন হয় নাই। প্রতাপাদিত্য ইতিমধ্যে আরাকানরাজের সহিত গোপনে মিলন করিয়া কার্ভালোকে ধৃত করিতে সচেষ্ট হন। প্রতাপদিত্য সেই সময়ের মধ্যে যশোরেও গমন করেন। তাহার মনোভাব বুঝিতে না পারায় পাদরীর কার্ভালোকে স্থানান্তরে যাইবার পরামর্শ দেন। কিন্তু

  • ডুঙ্গারিক গুলোকে গঙ্গার মোহন হইতে • লীগ বা ১৪• ক্রোশ বলেন; কিন্তু ফাৰ্ণাণ্ডেজের ১৭৯৯ খৃঃ অব্দের ১৬ই ফেব্রুয়ারি তারিখের পত্রে ২১• মাইল আছে ।

ལཱཀྲ བནྡྷ་ཀཿ ཨ་ས ། o