পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ © • কার্ভালে রাজার নিকট হইতে সুস্পষ্টরূপে সমস্ত অবগত হইবার জন্ত যশোরে উপস্থিত হন। তথায় ৩ দিন পর্য্যন্ত রাজার সহিত র্তাহার সাক্ষাৎ হয় নাই। তৃতীয় দিবসে তিনি রাজদবারে আহূত হইলে, কয়েকজন পটুগীজসহ তিনি তথায় উপস্থিত হন। সেই সময়ে তাহাদিগকে ধৃত করিয়া শৃঙ্খলাবদ্ধ করা হয়। তাহার পর তঁহাকে হস্তিপৃষ্ঠে আরোহণ করাইয়া রাজসেনাপতি সসৈন্তে র্তাহাকে লইয়া যান । কারাগার তাহার অবস্থিতির স্থান নির্দিষ্ট হইয়াছিল। অবশেষে সেই কারাগারে তাহার হত্যা সম্পাদিত হয়। * ১৬০৩ খৃঃ অব্দের প্রথমেই এই ভীষণ ব্যাপার ংঘটিত হইয়াছিল। কার্ভালোর মৃত্যুসংবাদ মধ্যরজনীতে সাগরদ্বীপে পছছে। তথায় যে সমস্ত পটুগীজ অবস্থিতি করিতেছিল, তাহাদিগকেও বন্দী ও কার্ভালোর জাহাজাদিও অধিকার করা হয়। পাদরীদিগের প্রতি নানা প্রকার সন্দেহ হওয়ায় তাহাদিগকে যশোর রাজ্য পরিত্যাগ করার জন্ত আদেশ প্রদত্ত হইয়াছিল। তাহদের গির্জা ভূমিসাৎ করা হয়, এবং বন্দিগণ তিন সহস্র মুদ্রা দিয়া নিস্কৃতি লাভ করে। কার্ভালোর হত্য যে প্রতাপাদিত্যের নিষ্ঠুরতার আর একটি দৃষ্টান্ত, ইহা অস্বীকার করা যায় না । কার্ভালো যেরূপ বিশ্বাসী ও সাহসী সেনাপতি ছিলেন, তাহাকে ঐরাপ শোচনীয়ভাবে হত্য করা প্রতাপের ন্তার বীরপুরুষের যে কলঙ্ক, তাহ আমাদিগকে স্বীকার করিতেই হইবে । কেদাররায়ের অধীনে কার্ভালো ষেরূপ বিশ্বস্ততার পরিচয় দিয়াছিলেন, তাহাতে র্তাহাকে সাধুবাদ না দিয়া ক্ষান্ত হওয়া যায় না । তিনি সেইরূপ বিশ্বস্ততাসহকারে প্রতাপের রণতরী ও সৈন্ত পরিচালন করিবেন বলিয়াই তাহার নিকট উপস্থিত হইয়াছিলেন । কিন্তু আরাকানরাজের ভয়ে প্রতাপ তাহাকে এ জগৎ হইতে অপসারিত করিয়া দেন। অবশু প্রতাপ রাজনৈতিক উদ্দেশুসিদ্ধির জন্তই কার্ভা

  • মূল ৪৫৭-৫৮ পূঃ দেথ ।