পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S & 4 বিদ্রোহিতা তাহারই অন্তভূ ত্ব বলিয়া তাহার ধারণ * হইতেও পারে। সে যাহা হউক, সেইসময়ে মানসিংহ যে বাঙ্গলায় প্রেরিত হইয়াছিলেন, তদ্বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই এবং সেই সময়েই যে প্রতাপাদিত্য মানসিংহ কর্তৃক পরাজিত হইয়াছিলেন, তাহারও অনেক প্রমাণ পাওয়া যায়। তন্মধ্যে প্রধান প্রমাণ এই যে, মানসিংহ কৃষ্ণনগর-রাজবংশের আদিপুরুষ ভবানন্দ মজুমদারকে কয়েকটি পরগণার যে সনন্দ প্রদান করিয়াছিলেন, তাহাতে ১০১৫ হিজরী লিখিত আছে। + ১০১৫

  • “Man Singh was dispatched to his subaship of Hengal. Chan Azim to that of Malwa.” (Dow's History of Hindustan Vol. II. P. 5.)

“He again appointed him (the Raja) to the Government of Bengal, with orders to proceed thither immediately and keep in check the rebellious spirit of the Afgans.” (Stewart.) “Jahangir thought it prudent to overlook the conspiracy which the Rajah has made, and sent him to Bcngal.” (Blochmann.) { ৮s ) ও (৯১ ) টিল্পনী দেখ। এই সমস্ত বিবরণ হইতে সুস্পষ্টরূপে বুঝা যাইতেছে যে, মানসিংহ ১৬০৫ খৃঃ অব্দে বঙ্গে পুনরাগমন করেন। - + উক্ত সনন্দ বা ফৰ্ম্মান অদ্যাপি কৃষ্ণনগব রাজবাটীতে আছে। তৎসম্বন্ধে কীৰ্ত্তিকেয় চন্দ্র রায় ক্ষিতীশবংশাবলিচরিতে এইরূপ লিথিয়াছেন ঃ—“রাজা মানসিংহ ভবানন্দকে প্রথমে মহৎপুর প্রভৃতি যে কয়েক পরগণা দেন, তাহার ফরমান রাজবাটীতে আছে। কিন্তু তাহার কোন কোন স্থানের অক্ষর সকল এককালে নষ্ট হইয়া যাওয়াতে তাহার মৰ্ম্ম লিখিতে পারিলাম না। এই ফরমানের তারিখ ১•১৫ হিজরী।” ইহার পর মানসিংহ জাহাঙ্গীর কর্তৃক আহূত হইয়৷ দিল্লী গমন করেন। তিনি দ্বিতীয় বার ৮মাস মাত্র ছিলেন। "When I ascended the throne in the first year of my reign, I recalled Man Singh, who had long been Governor of the Country. bengal.)” (Waki-at-i-Jahangiree, Elliot Vol. VI P. 327.) “In obedience to the royal orders, Raja Man Singh returned to Bengal; but at the end of eight months, that is to say, early in the year ions, he was recalled to the court” (Stewart.) “But soon after (IoI5) he was recalled and ordered to quell