পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* @b. হিজরী ১৬০৬ খৃঃ অব। প্রতাপাদিত্যের পরাজয়ের পর যে ভবানন্দ উক্ত সনন্দলাভ করেন তাহাতে সন্দেহ নাই। সুতরাং ১৬০৬ খৃঃ অব্দে মানসিংহ কর্তৃক প্রতাপাদিত্যের পরাজয় সংঘটিত হইয়াছিল বলিয়া সুস্পষ্টরূপে বুঝা যাইতেছে। মানসিংহ দ্বিতীয়বার সুবেদার নিযুক্ত হইয়া বাঙ্গলার আগমন করিয়াই যে প্রতাপাদিত্যকে দমন করিয়াছিলেন, সে বিষয়ে কিছুমাত্র সংশয় থাকিতে পারে না। প্রাচীন গ্রন্থাদিতে দেখিতে পাওয়া যায় যে, প্রতাপাদিত্যকে দমন করিবার জন্য বাদসহ কর্তৃক বাইশজন আমীর প্রেরিত হইয়াছিলেন। কেহ কেহ তাহাদিগকে মানসিংহের পূৰ্ব্বে ও কেহ কেহ তাহার সহিতই তাহদের আগমনের কথা বলিয়া থাকেন। * আলোচনার দ্বারা বুঝিতে পারা যায় যে, মানসিংহের সহিতই বাইশ আমীর । disturbances in Rohtas" (Blochmann) (a? ) fFRÁ MR i »v-v খৃঃ অদ হইতে বাঙ্গলার সহিত মানসিংহের সম্বন্ধ শেষ হওয়ায়, সেই সময়েই প্রতাপের পরাজয় ঘটে।

  • ঘটককারিকায় আমি খার পর ও মানসিংহের পূৰ্ব্বে বাইশ আমীর আসিয়ছিলেন বলিয়া লিখিত আছে,—

“শ্রত্বা যুদ্ধে বলং নষ্টং সেনাধিপাজিমস্তথা। দিল্লীশঃ দুঃখসন্তপ্তঃ ক্রোধেন মহতাবৃতঃ ॥ বঙ্গাধিপবধার্থায় প্রতিজ্ঞাঞ্চ চকার সঃ। স্বাবিংশতিতমথানান প্রেধয়ামাস সত্বরং ।” রামরাম বস্ব মহাশয় বলেন যে, আবরাম খার পর একজন হগুহাজারী মন্সবদার, তৎপরে ক্রমে ক্রমে বাইশ জন আমীর আসেন। তাহার পর মানসিংহ আসিয়াছিলেন। { মুল ৬১-৬২ পৃষ্ঠা )। ক্ষিতীশবংশাবলীর মতে মানসিংহের সহিতই বাইশ জন আমীর আসেন। “জথ ইন্দ্রপ্রন্থপুরেশ্বরে রোষাৎ প্রশ্বরিতাধরে দ্বাবিংশত সেনাপতিভিঃ সহ মানসিংহনামানং কঞ্চিৎ প্রধানামাভ্যমাদিদেশ । ভারতচন্দ্রেরও ঐ মত— “বাইণী লস্কর সঙ্গে, কচু রায় লয়ে রঙ্গে, মানসিংহ বাঙ্গাল আইল।”